আমাদের কথা খুঁজে নিন

   

ইউনুস ইস্যুতে মুখোশ খুলে গেল স্বনামধন্য সুশীল বুদ্ধিজীবিদের,যাদেরকে অনেককে হয়তো আপনি শ্রদ্ধাও করে থাকেন!

ভাল পাঠক হলেও নিজে কিছু লিখতে পারি না,মনের ভাবটা তাই ঠিকমত প্রকাশ করতে পারিনা....... প্রথম আলো অন লাইনে দেখলাম,আজকে আমাদের দেশের বিশিষ্ট সুশীল বুদ্ধিজীবি এবং বিশিষ্ট নাগরিকগণ একটি বিবৃতির মাধ্যমে হঠাত্‍ করে ডঃ ইউনুসকে দেশবিরোধী কর্মকান্ডের হোতা আখ্যায়িত করে বিবৃতি দিয়েছেন। তো ইউনুস সাহেব আসলে কে তাহলে? আসলে কোন ঘরানার মানুষ উনি? ডঃ ইউনুস কে যতদিন ধরে জানি তাতে উনাকে দেশের প্রথম কাতারের সুশীল নাগরিক হিসেবেই দেখে এসেছি। পাশ্চাত্য ধ্যান ধারণায় বিশ্বাসী,পাশ্চাত্য বিশ্বে পরিচিত এবং পশ্চিমাদের উদ্ভাবিত আর আমদানিকৃত এনজিও দিয়েই যার উথান তাকে সুশীল গোষ্ঠির প্রতিনিধি বলবো না তো কাকে বলবো? সেই সুশীল শিরোমণি ডঃ ইউনুসকেই কি না দেশের সুশীল বুদ্ধিজীবিগোষ্ঠির বড় একটা অংশ প্রকারান্তরে দেশদ্রোহী হিসেবে অভিযুক্ত করে নিজেদের ঘরানা থেকে বহিস্কার করলো, তাও আবার ইউনুসের আওয়ামি বিরোধীতার কারণে! এর মানেটা কি দাঁড়ালো,এই বিশিষ্ট নাগরিকগণ আওয়ামিলীগের তল্পিবাহক! আমি ভালোভাবেই জানি এই বুদ্ধিজীবিদের নামের লিস্ট দেখে অনেকেই তব্দা খেয়ে যাবেন,আবার অনেকেই বলবেন এ আর নতুন কি,এরা তো আওয়ামিপন্থি ই! যে ভাইজানেরা তব্দা খাবেন তারা আবার আমাকে ছাগু ট্যাগও দিতে পারেন,যা ইচ্ছা ট্যাগ দেন কিন্তু একটু ভেবেও দেখবেন, এইসব পাশ্চাত্যের লেজুরবৃত্তি করা বিশিষ্টগণ হঠাত্‍ করে ইউনুসের উপর খেপে উঠলো কেন? সত্যিই ইউনুস একাই দালাল আর উনারা একেবারে ধোয়া তুলসি পাতা? এখন দেখুন তো আমার সাথে আপনাদের ভাবনা মেলে কি না, আমি মনে করি ইউনুসসহ এই সমস্ত বিশিষ্ট নাগরিকগণ একই গোয়ালের গরু ছিল একটা সময় পর্যন্ত,সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের আমল পর্যন্ত,যদিও এই ধোয়া তুলসিপাতা নাগরিকগণ মাইনাস টু এর জন্য শুধু ইউনুসকেই বলির পাঠা বানিয়েছেন এই বিবৃতিতে। এসময় রাজনীতিতে আসতে চেয়ে ব্যর্থ হন ইউনুস,তখন থেকেই সুশীলরা তথাকথিত ধর্মনিরপেক্ষ আওয়ামী ঘরানায় পুরোপুরি প্রবেশ করতে থাকে,যার চুড়ান্ত ফলশ্রুতি ইউনুসকে অপাংক্তেয় দেশদ্রোহি ঘোষনা করে এই বিবৃতি। এখন দেখে নিন এই বিশিষ্ট বিবৃতিদাতাদেরঃ বিবৃতিদাতা বিশিষ্ট নাগরিকেরা হলেন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, শিল্পী কাইয়ুম চৌধুরী, লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী হাশেম খান, গবেষক শামসুজ্জামান খান, কামাল লোহানী, বিচারপতি (অব.) মেজবাহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েরউপাচার্য প্রাণ গোপাল দত্ত, অর্থনীতিবিদ আবুল বারাকাত, অধ্যাপক আবদুল খালেক, অধ্যাপক নজরুল ইসলাম, কবি বেলাল চৌধুরী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, লেখিকা সেলিনা হোসেন, কবি নির্মলেন্দু গুণ, কবি মহাদেব সাহা, হারুন-অর-রশিদ, অধ্যাপক খন্দকারবজলুল হক, স্থপতি রবিউল হুসাইন, সুরকার সুজেয় শ্যাম, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, ফেরদৌসী প্রিয়ভাষিণী, মুহাম্মদ সামাদ, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী প্রমুখ। লিংকঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.