সুস্থ ধারার রাজনৈতিক সমালোচনা করতে চায়। ১৯৭১ বাঙ্গালী জাতির পিতা ও বাংলাদেশের স্থাপতি, মহান নেতা বঙ্গবন্ধু ছিল বাংলা আকাশে সর্বোচ্চ উজ্জল নক্ষত্র। ১৯৭৫ এস সেই উজ্জল নক্ষত্রকে পাতালের গভীরেও খুজে পাওয়া য়ায়নি।
হিরো জিয়াউর রহমান মাত্র অল্পদিনের ব্যাবধান জিরো জিয়া হয়ে যান। এখনতো তার নিজ পরিবারের কেউ এই হিরো জিয়ার হত্যার বিচার পর্যন্ত চায়না।
এরশাদ তো এখনো বেচে আছেন। দেখতেছেন সবাই তার এখন কি অবস্থা, আগে কি ছিল আর এখন কি।
ইনোসেন্ট হাউজ ওয়াইভ মেডাম এখন নিজে ক্রিমিনাল র্দুনীবাজ ও দুই র্দুনীতিবাজ পুত্রের মা। তার দুই পুত্র পালিয়ে আছেন বিদেশে। ১৯৯১এর হিরোইন ১৯৯৬ তে জিরো, আবার ২০০১ সালের হিরোইন ২০০৮ সালে জিরো।
১৯৯৬ রে হিরোইন হাসিনা ২০০১ এসে মাত্র ৬৪ টি আসন পেয়েছিল, আবার ২০০৮ মস্তবড় হিরোইন হয়ে যান। কিন্তু মাত্র অল্প দিনের ব্যবধানে বড় বড় সব সিটি নির্বাচনে হারতে শুরু করেছে । আমার মনে হয আর বেশী দিন বাকী নেই হাসিনার পতন হতে।
আর আমাদের নতুন বাংলার আকাশের নক্ষত্র ডক্টর ইউনুস। সাম্রতিক যে ভাবে রাজনৈকি কথাবার্তা বলতে শুরু করেছে তাকে কোন অর্থনৈতিকবিদ বলে মনে হয় না, তার কথা বার্তা শুনে মনে হয তিনি এখন একজন রাজনৈতিকবিদ।
বি,এন,পি আর রাজাকার সংগঠন, নারী বিদ্বেষী উগ্র মৌলবাদ ১৮ দলের সাথে গা ঘেষাঘেষী শুরু করেছে। শুধু তায় না ইদিনিং তিনি সরকারকে হুমকিও দিতে শুরু করেছেন,
ডক্টর ইউনুসকে জ্ঞান দেবার মত মানুষ আমি নয়। ডক্টর ইউনুস যেখানে পা রাখবেন সেখানে আমার মাথা রাখার মত যোগ্যতা নেই। তার পরও ডক্টর ইউনুস কে বলতে চায় বঙ্গবন্ধু শেখ মুজিব ডক্টর ইউনুসের চেয়ে বহুগুণ উচ্চতায় ছিলেন। কিন্তু আকাশ হতে একেবারে পাতালে যেতে খুব বেশী সময় লাগেনি।
ডক্টর ইউনুস যে পথে চলার চেষ্টা করতেছেন বা যাদের হাত ধরার চেষ্টা করতেছেন তাতে সাময়িক লাভবান হতে পারবে ইউনুস কিন্তু তা হবে মারাত্ব ঝুকি পুর্ণ, যদি আগামীতে কোন দিন আবার আওয়ামীলীগ গুরে দাড়ায় আথবা বি,এন,পি যদি ক্ষমতায় যেতে না পারে তখন ডক্টর ইউনুসের কি হতে পারে তা তার বিবেচনা করা উচিত। তার মনে রাখা উচিত দেশে সবাই বি,এন,পি জামাত নয় । আবর নিদিষ্ট কোন দল চির স্থায়ী ক্ষমতায় থাকতে পারবেনা।
সুতরাং সাবধান ডক্টর ইউনুস। নিজেকে বির্তকিত করবেনা , আপনাকে ব্যবহার তরে বি,এন,পি জামাত লাভ হতে চায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।