৯০০ থেকে ১২০০ টাকার বিদুৎ বিল কখন ২৮০০ -৩৪০০টাকা.... এটি উন্নয়ন না নির্যাতন... কুইক রেন্টালের কারিশম্যা এনাজি রেগুলেটারী কমিশনের নাম পরিবর্তন করে এনার্জি ইনক্রিস কমিশন করা প্রয়োজন। কারণ তারা শুধু বিদু্ৎ বিল ভাড়া... কমনো সামর্থ্য তাদের আছে কি না তা দেখা প্রয়োজন। ------------- ভাড়া বৃদ্ধি, বিদুৎ বিল বৃদ্ধি... এত কিছু যদি বৃদ্ধি করতে হয় তবে উন্নয়ন কোথায়। আমার উপর জুলুম করে সেই অর্থ দিয়ে উন্নয়নের রূপ কথার গল্পের অবসান হোক। নিজের মেধা আর যোগ্যতা দিয়ে উন্নয়ন দেখান --------------- বিদুৎ বিল বেড়েছে, রেলের ভাড়া বেড়েছে, যাতায়াত ভাড়া বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে... এত বৃদ্ধির যোগানের মানুষের যানপ্রাণ দিয়ে পরিশ্রম করতে হচ্ছে.... জীবন শুধু কিছু কাগজের নোট সংগ্রহে ব্যস্ত... উন্নয়নের এত রূপ দেখতে চাই না... সেবার মান উন্নয়ন করতে পারবে এধরনের জনপ্রতিনিধি চাই... --------------- বিদুৎ বিল বেড়েছে, রেলের ভাড়া বেড়েছে, যাতায়াত ভাড়া বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে... এত বৃদ্ধির যোগানের মানুষের যানপ্রাণ দিয়ে পরিশ্রম করতে হচ্ছে.... জীবন শুধু কিছু কাগজের নোট সংগ্রহে ব্যস্ত... উন্নয়নের এত রূপ দেখতে চাই না... সেবার মান উন্নয়ন করতে পারবে এধরনের জনপ্রতিনিধি চাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।