নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!! ১. চার রাস্তার মোড়ে সোজা যেতে ইমার্জেন্সী ইন্ডিকেটর (ডান-বাম উভয় লাইট) জ্বালানো। আসলে সোজা যেতে কোনো সিগনাল লাগেনা।
২. হাইওয়েতে বিনা কারণে রাইট ইন্ডিকেটর জ্বালিয়ে রাখা! আসলে ডানের লেনে মুভ করার আগে পেছনের গাড়ীকে জানান দেয়ার জন্যই এ সিগনাল।
৩. চান্স পেলে বাম পাশ দিয়ে ওভারটেক করা। একটি জঘন্য কাজ।
অথচ অনেক ড্রাইভার বলেছে যে, তারা তো খালি পেয়েই ওভারটেক করেছে।
৪. খামাকা এক্সিলেটর চেপে ভোঁ ভোঁ শব্দ করা। এতে নাকি তেলের লাইন ক্লিয়ার হয়!! ওদের ধারনা তেলের লাইনে ওয়াসার পানি যায়!
৫. অনেক জোরে চালিয়ে হার্ডব্রেক করা। তারা জানেনা যে, এতে বেশী জ্বালানী খরছ হয়।
৬. লুংগি, স্যান্ডেল ইত্যাদি পড়ে ড্রাইভ করা।
প্যান্ট ও জুতা ছাড়া ড্রাইভ করা সত্যিই ঘোরতর অন্যায় ও বাজে ব্যাপার। বিশেষ করে স্যন্ডেল ফসকে ব্রেকের পরিবর্তে এক্সেলেটরে চাপ পড়লে...! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।