আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশীদের হাতে বাংলাদেশী নির্যাতন, বাংলাদেশী রাজনৈতিক দলগুলোর জন্য রাজনৈতিক ফায়দা আদায়রে একটি অন্যতম নিয়ামক।

i love somewhere blog. বিদেশীদের হাতে বাংলাদেশীদের নির্যাতন নতুন নয়, প্রায় বাংলাদেশীরা বিদেশীদের হাতে নির্যাতন হয় তার নিজের ভুলের কারণে। যখন বিদেশীদের হাতে বাংলাদেশীরা নির্যাতনের শিকার হয়, তখন মনে মারাত্বক দুঃখ লাগে, অপমানে আর দুঃখে বুক ভেঙ্গেযায়, কিন্তু কিছূই করার নেই, শুধু চেয়ে থাকি আর আপসোস করি, সমবেদনা জানাই নির্যাতিতদের প্রতি তাও আবার মনে মনে, কিন্তু আরো দুঃখজনক ও আপমানের বিষয় যখন কোন বাংলাদেশী নাগরিক বিদেশীদের হাতে নির্যাতিত হয় সেটাকে পুজি একটি শ্রেণীর রাজনৈতিক নেতা, দল, বিষয়টি কাজে লাগিয়ে তাদের রাজনৈতিক ফায়দা আদায়ের নোংরামিতে লিপ্তহয়, ১৯৯৮ সালে কুয়েতে ক্লিনিং কোম্পানীতে কর্মরত বাংলাদেশী শ্রমিকরা তাদের বেতন বৃদ্বির জন্য আন্দোলন করে, তাদের ৫০ দিনার বেতন দেওয়া চুক্তি থাকলেও তাদের বেতন দেওয়াহত মাত্র ২০ দিনার। সে সময় আন্দোলনরত প্রচুর বাংলাদেশী শ্রকিমদের গ্রাফতার করে কুয়েত পুলিশ ও তাদের উপর নির্যানত চালায়, এ সময় প্রচুর বাংলাদেশীদের গ্রাফতার করে বাংলাদেশে ফেরত পাঠান, কিন্তু ফেরত বাংলাদেশীদের বৈধ পাসপোর্ট, কুয়েতের বৈধ ভিসা সব ছিল, কিন্তু সেই দিন কেউ বিন্দু মাত্র কুয়েতের বিরুদ্বে সামান্যতম টু শব্দ উচ্চার করেনি, কি খালেদা, কি হাসিনা,কেউ না, কিন্তু সেই দিন যদি এ ব্যাপারে কুয়েত আদালতে এ ব্যাপাটি বির্তক হত তাহলে সব বাংলাদেশীরা ঐদিন তাদের ক্ষতিপুরণ ও সবসুবিধা পেত। ( এ ক্ষেত্রে বাংলাদেশী শ্রমি দের ভুল ছিল তাদের যখন বাংলাদেশ হতে ন্ওেযা হচ্ছিল তখন তাদের বেতন ৫০ দিনার দেওয়ার কথা থাকলেও , কিন্তু যখন চুড়ান্ত ভাবে তাদের কোম্পানী বেতন চুক্তি পত্রে সাক্ষর করেছিল তখন সেই সমস্ত চুক্তি পত্রে ৫০ এর স্থলে ২০ লিখাছিল, বিষয়গুলো বাংলাদেশী শ্রমিকরা ভুঝতে পারেনি, তাদের উচিত ছিল, চুক্তি পত্রে কি লিখা ছিল সেটা ভাল করে পড়ে দেখা, কিন্তু বেশীর ভাগ অশিক্ষত ও কেউ কেউ সামান্য শিক্ষত হওয়ায আরবী ও ইংরেজীতে লিখা চুক্তি প্রত্রে কি লিখাছিল তা বুঝতে পারেণি।) কিছু দিন আগে সৌদিআরবে ৮ জন বাংলাদেশীর মাথা কেটে তাদের মৃত্যু দন্ড কার্যকর করা হয়, বিষয়টা যখন ভিবিন্ন মিডিয়ার মাধ্যেমে জানতে পারি তখন খুব দুঃখ আর আর অপমাণি হয়, আরো খারাপ লাগেছিল যখন এর মাথা কাটার ভিডিও চিত্র দেখি, তাও আবার খোলামাঠে ও জনসম্মুখে। (এ ক্ষেত্রে বাংলাদেশীদের ভুল ছিল কেন তারা সৌদিয়ার আইন জানা সত্বেও কেন তারা বিদেশের মাটিতে গিয়ে অপরাধ কর্মকান্ডে জড়িত হচ্ছে, উল্লেখ্য সৌদিয়া আইন মারাত্বক কঠিন, সামান্য চুরি করলেও ধারা পড়লে আঙ্গুল বা হাত কেটি দেওয়া হয়,) সর্বশেষ গত কাল দেখলাম একটি ভিডিওতে এক বাংলাদেশীর নির্যাতনের নির্মম চিত্র ও বি,এস,এফ এর নিলজ্জ আচারণ, ( এ ক্ষেত্রে বাংলাদেশী ব্যাক্তির ভুলছিল কেন তিনি অবৈধ পথে ভারতে গিয়েছিল তা আবার অবৈধ পথে গরু চোরাকারবারী করতে) আসুন আমরা সবাই সচেতন হয়, যেন নিজের ভুলের কারণে বিদেশীদের হাতে নির্যাতনের শিকার না হয়, নিজের বোকামীর জন্য দেশের ভার্বমুর্তি নষ্ট করবেন না। বিদেশের মাটিতে কোন অপরাধ কর্মকান্ড করবেন না, বিদেশে গিয়ে যে কোন চুক্তি করার আগে চুক্তি পত্র বা কাগজ পত্র ভাল করে পড়ে দেখবেন, না বুঝলে অভিজ্ঞা কারোর সহায়তা নিন। আসুন কি ভাবে এসব লজ্জাকর ঘটনা যেন আরেক বার না নয়, সেই ব্যাপারে আমরা সবাই চেষ্টা করি, বিদেশীদের হাতে বাংলাদেশীদের নির্যাতরে ঘটনা কে পুজি করে রাজনৈতিক পায়দা না লুটে জনগণদের সবাইকে সচেন করি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.