আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন নীল রঙ

চারদিকে ভালো করে তাকাও- দেখবে এক আকাশ বিষন্ন মুখ প্রকৃতি যেন নিঃশ্বাস বন্ধ করে রেখেছে- পৃথিবী জটিল হয়ে যাচ্ছে প্রগতিশীলরা দূর থেকে শয়তানের হাসি হাসে, সহনশীলরা সহ্য করে গাছের পাতায় বৃষ্টি পড়ে টুপটাপ-চা হাতে আমি দুয়ারে বসে ঘুম পেয়েছে চাষীদের ফলন বাড়ুক, জলাবব্ধতা নিরসন হোক, বেকারদের চাকরী হোক হে দুঃখী মানূষ, সব কিছু থেকে নিজেকে শামুকের মতন গুটিয়ে নিও না অনেক হয়েছে বড় বড় কর্পোরেট দালান আর দালাল মাঝে মাঝে হাসি পায় আমি জমি চাষ করে বাবাকে কিনে দিবো মিহি পাঞ্জাবী- মাকে সুতি শাড়ি অনেক উপর থেকে কেউ যেন কলসি ভরতি-ভরতি দুঃখ কষ্ট পৃথিবীতে ফেলছে রাতে বালিশে মাথা রাখলেই মনে হয়- সময় কত দ্রুত ফুরিয়ে যায়, যায় রে... বড় বড় হাসপাতাল গুলোতে গরীবদের ঢোকার অনুমতি নেই- সব বিত্তববানদের হাতের উপর হাত রেখে তোমার কি কিছু বলতে ইচ্ছে করে না,অল্পক্ষণের জন্য মানূষের ভুল ধারনা বদলে দাও- দেখবে পেয়ে যাবে ফুলের মালা গলাতে ধনীরা ব্যালকনিতে বসে বৃষ্টির মজা নেয়-আর মিরপুরে পুরা বস্তিটা ডুবে যায় গ্রামের মানূষরা শহরের মানুষের ছয় নয় দেখে- বার বার আকাশের দিকে তাকায় । সুশীল সমাজ থেকে অদ্ভুত এক শক্তি পাই-সাহস পাই,ধূলা উড়ে আকাশে আজ দু'চোখ মেলে আকাশের নীচে থাকা মানুষদের দেখি-তাদের কান্না আমাকে কষ্ট দেয় খোলা আকশের নীচে হাজার হাজার মানূষ-কিন্তু আমি দেখি হাজার হাজার শকুন । ( আমি কবিতা লিখতে জানি না । তবে কবিতার মতন করে কিছু একটা লিখতে ভালো লাগে । কবিতা অনেক উঁচু মানের ব্যাপার ।

আমি নিচু মানূষ। যারা ভালো কবিতা লিখতে পারেন- তাদের আমি ঈর্ষা করি না কিন্তু তাদের এড়িয়ে চলি । এড়িয়ে চলি- "সুশীল" নামের মানূষদের । তারা খুবই ভয়াবহ হয় । সাধারণ মানুষ সাপের মতন ফণা তুলতে জানে না কিন্তু সুশীল'রা জানেন ।

আর সুশীলদের গোপন হাতিয়ার কি, আমি জানি । ধান্ধাবাজি এবং তেলামির স্বভাব থাকলেই আপনি সুশীল হতে পারবেন । ও...আর একটা কথা আপনাকে প্রচুর মিথ্যা বলতে হবে । যাই হোক, ঈদ শেষ সবাই এখন কাজে মন দেন । দেশকে ভালো বাসুন, দেশের মানূষকে ভালো বাসুন ।

প্রতিদিন একটা করে ভালো কাজ করতে চেষ্টা করবেন- এটা আমার অনুরোধ, উপদেশ না । সবাই সবার প্রিয় মানূষদের নিয়ে ভালো থাকুন । ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।