আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন পথ....

একটি সরু পথ
জীবনের কত না পাওয়ার হিসাব
চারিদিকের নিস্তবদ্ধতায়
হেঁটে হেঁটে ক্লান্তিকর মুহূর্তে
হঠাৎ থমকে দাড়িয়ে
নিজেকে প্রশ্ন করা
কি পেলাম আমি....?
তবে কি নিশ্বতাই জীবন
নাকি অনেক আনন্দে
নিজেকে ভাসিয়ে দিয়ে
সকলের তরে বিন্দু বিন্দু
সুখ কুড়োনোয় জীবন.....?
চিৎকার দিলেও এই শূন্যতায়
কেউ সাথী হয় না
একটি গাছ, মেঘলা আকাশ
অথবা বয়ে যাওয়া ছোট্ট নালাটির
আকাশের রং কেড়ে নেওয়া নীলাভ জল
সবই মায়াময়
কিন্তু কোন জবাব নেই
এ যেন শুধু আমি একা
নিশ্ব প্রানী বিশেষ....।
হাহাকার করা সময়গুলো
আরো বেশী করে আকরে ধরে
সরু পথগুলোর প্রতিটি বাকেঁ বাকেঁ
জীবনের আনাচে কানাচে...
এভাবেই পার হয়
না থামা ক্লান্তিকর উত্তরহীন
বিষন্ন জীবন.....
সরু রাস্তা ধরে অনেক দূর...
যতদূর চোখ যায়
শূন্যতায় ভরা...তবুও মায়াময়,
এ যেন এক অপার চাওয়া,
শুণ্যতার মাঝেও বেঁচে থাকার
বা ভালোবাসার কোন এক অনন্য সৃষ্টি
বিষন্যতায় চারিদিক চখন মেঘাচ্ছন্ন মায়ময়
তখন দৃষ্টি ফিরে চাওয়া
আবার কঠিন বাস্তবতায়......।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।