ব-দ্বীপ মানে বদ্ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। আজ ঈদের ৩৬৪ তম দিন । যথারিতি বিভিন্ন ব্লগ পোস্টে চলছে ঈদের বিশেষ পোস্ট, আর সেই পোস্টের অনুকরনে মহাসমারোহে শুরু হলো আমার এই পোস্ট
প্রথমেই পোস্টের বিজ্ঞাপনঃ
কস্কি মমিন।
হ রে কমিন ঠিকই কই। কথা একদম সইত্য। ঈদে বাড়ির দরজায় সাহারা তালা লাগাইতে ভুইল্লা গেছি, বরাবরের মতই নিজের গুপ্তকেশ দিয়া বাড়ির দরজা বাইন্ধা গেছি । আইয়া দেখি তালা লাগাইনাই বইল্লা সোনার সন্তানেরা সব লইয়া গেছে। কিন্তু একটা জিনিস নিতে পারে নাই, একটা জাপানি ছবি।
কারন? এই ছবি শুধু জাপানিরা ছাড়া আর কেউ দেখতে পারে না , অন্য কেউ তাকাইলেও বুঝবো না কেমন কি। অবাক হইতাছোস কমিন? আরে ওয়েটাও, দেখাইতেছি। আমরা বাংগালি না?? ঠিকই বাইর কইরা ফেলাইছি এইডা দেখার পদ্ধতি। তয় একটু কিরিঞ্চি করতে হইবো। হের লাইজ্ঞা দরকার বিজ্ঞাপন বিরতি।
হেরা কিরিঞ্চির জন্য রেডি হইতে থাকুক আর আমরা এর মইধ্যে নিতাছি একটা ছুডু বেরেক। কুতাও যাবেন না, গেলে কিন্তু বেডরুমের নিরাপত্তা নিয়া টানাটানি করুম
রিমোটে হাত, চ্যানেল চেঞ্জঃ
"আপনারা দেখছেনবিবর্তন টিভি। , বান্দরকে ভালবাসে, মানুষকে ঘৃনা করে"।
বস্তা পচা ঈদের নাচা গানা অনুষ্ঠান না দেখে আসুন আপনাদের দেখাই কয়েকখান বিদিক ছবি। যা আপনাদের সামনে তুলিয়া ধরিবে বিবর্তনের বর্তমান আপডেট, দেখুন চাবান মাহমুদের দুটি রিপোর্ট।
চাবান আপনি কি আমাকে শুনতে পারছেন?
হ পারতাছি, কানের পর্দাডাইতো ফাডাইলাইলেন, বাপ মা কি মুখে মধু দেয় নাই, এমনে চিল্লান, মাইয়া না হইলে ইচ্ছামত গাইল্লাইতাম ।
চাবান কি বলছেন এসব, দর্শক শুনছে,
হ সুন্দরি হইছস বইল্লা কি একটূ চাম দিবি না, চাম যদি না দেস তাইলে সুন্দরি হইলি কেন, বোরকা পরতি, তুই বোরকা পরলেও এহন আমার কুন দুক্ক নাই। যা ভাগ।
দর্শক এই দিকে তাকান, অন্যদিকে মনোযোগ দিয়েন, একটা ফাতরা মাইয়া বিবর্তন মানে না। বাদ দেন হের কথা, প্রথমেই লন এক আফার ছবি, আফা নাকি জন্ম থেইকা দুইডা পা নিয়া জন্মাইছে, কিন্তু প্রকৃতির সাথে খাপ খাওয়াইতে গিয়া বিবর্তন হইয়া তার আরেকটা পা বাইরা গেছে, আপনাগো কাম হইবো সেই বিবর্তিত পা ডা বাইর কইরা বিবর্তনের পক্ষে প্রমান দিয়া জোরে এক চিক্কুর দেওয়া ।
পারলে আওয়াজ দিয়েন
এবার আপনাগো সামনে হাজির করতেছি এক অইত্যান্ত লইজ্জাস্কর ছবি, বিবর্তনের আরেক অনইন্য অবদান, এবং চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দেওয়া টাইপ পরমান। কি বুঝতে পারতাছেন না? কেমনে বুঝবেন, তালগাছ হাতে নিয়ে দাঁড়ায় থাকলেতো কিছুই চোক্ষে পরবোনা মমিন। আফার ডাইন হাটুর দিকে চক্ষু নিক্ষেপ করেন। আফা মনে মনে যে জিনিসটা চাইতো তাই বিবর্তন হইয়া তার একটা অঙ্গে পরিনত হইছে। এর পরেও না বুঝলে নিচের কমেন্ট দেখেন
চ্যানেল চেঞ্জ।
আ আআআআআআআআআ ইইইই। । টেটে টেটে পাগা মাগা নিছা নিছা আআআআ। আপনারা দেখছেন চ্যানেল খাই, হৃদয়ে লুলামি
খই মামুনের রিপোর্টঃ দর্শক আমি খই মামুন, কোকিল কন্ঠি ইভা আপার সাথে চাম খাইতে গিয়া মহাপুজের লাত্থি খাইয়া এখন চ্যানলে খাইতে। বর্তমানে লুল সম্রাট টাকলু ফরে সাগরের সাগরিদ।
দেখুন আমার নিজের ছবির রিপোর্ট।
এইখানে দেখেন দুই আফামনি কি পিড়িত কইরা ছবি তুলছে। লুল ভাইগো যে কোন জায়গায় চোখ গেছে হেইডাতো বুঝতেই পারছি তয় এইখানেও বিশেষ একটা ঘটনা আছে। আমি এইখানে টাট্টি ঘরের কর্মডা সারতাছিলাম, সেই সময় ছবিডা উইড্ডা গেছে, মাশাল্লাহ আমার বিশেষ জিনসটারো ছবি উঠছে। এবার বাইর করার চেস্টা করেন।
না পারলেতো আমি আছিই ।
লুল ভাইয়েরা মাথা ঠান্ডা করেন আর নন লুল ভাইয়েরা চামে চিকনে তাকানি বন্ধ করেন । এইবার আপনেগো একটা কাম দেই, বাইর করেন কোনডা কার মাথা। বাইর করতে পারলে আর আপনাগো মেডিকেল কুন ভর্তি কোচংই করতে হইবো না, গোল্ডফিশ সাহারার নামে ওয়াদা।
খ
হাসিনা গন, মানে বিদ্যুৎ গন, টিভি বন্ধ, পোস্ট শুরু
সবাই সিরিয়াস হন
বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের মূল আয়োজন, একটি অপটিক্যাল ইলিউশান নিয়ে।
এই ছবিতে কয়েকটা জাপানি লেটার দেখা যাবে যা কিনা একমাত্র জাপানিরাই দেখতে পারে। তাহলে আমরা? আরে উপায় আছে, আমরা বাংগালি না, উপায় একটা ঠিকই বের করে ফেলবো।
প্রথমেই দুই হাত দিয়ে আপনার দুই চোখ দুই দিকে টেনে ধরুন, অনেকটা জাপানিজদের সরু চোখের মত। এবার ছবিটার দিকে বেশ কিছুক্ষন সরু চোখ নিয়ে তাকিয়ে থাকুন। কিচুক্ষন তাকিয়ে থাকার পর এখানে ইংরেজিতে দুটি শব্দ দেখতে পাবেন।
অবশ্যই বেশ কিছুক্ষন তাকিয়ে থাকতে হবে এবং কয়েকবার চেস্টা করতে হবে।
এই শব্দ দুটি আপনি আগেই দেখতে পারতেন যদি আপনার চোখ জাপানিজ/চায়নিজদের মত সরু হত। এক্ষেত্রে অবশ্য নাক বোচা হওটা ম্যান্ডেটরি নয়। নাক বোচা করতে হলে কি করতাম আল্লাহই জানে।
পোস্টের শেষে মানবিক আবেদনঃ
যেহেতু আমরা বাংগালিরাই প্রথম এই ছবিটি দেখতে পেরেছি, তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি আমাদের আরেকটি বিজয়।
সেই সুবাদে শুধুমাত্র তার এই নতুন বিজয়ে তাকে "নেত্রগোচর বিভ্রম" কন্যা উপাধিতে ভূষিত করার আবেদন জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।