আমাদের কথা খুঁজে নিন

   

বাংগালির আবেগ



সকালে এক দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একজন এসে দোকানদার ছেলেটিকে বলল, আজকের পেপার এর খেলার পাতাটি দিতে। দোকানদার ছেলেটি বলল, মামা খেলার পাতা আর কি পড়বেন? কোলকাতা নাইট রাইডার হারছে। শালারা আমাগো মাশরাফি রে নেয় নাই। তার উপর সৌরভ-রে ক্যাপ্টেন থ্যাকা বাদ দিছে।

১৪ কোটি বাংগালির অভিশাপ লাগছে তো, এই জন্যে গুহারা হারছে। আমি দোকানদার ছেলেটির কথা শুনে একটু অবাক-ই হয়েছি। বিস্মিত হয়েছি মাশরাফি, সৌরভ তথা বাংগালির প্রতি এ দেশের গরিব, ধনী সকলের অন্তরে যে ভালোবাসা রয়েছে তা উপলব্ধি করে। আজকে তাই মাশরাফিকে বলতে চাই, 'মাশরাফি' আপনি আইপিএল-এ দলে সুযোগ না পেলে আমরা হ্য়তো কষ্ট পাব কিন্ত তাতে কি? আপনি নিজ যোগ্যতায় নিলামে উঠেছিলেন। সবচেয়ে বড় কথা এদেশের মানুষ আপনাকে অন্তর থেকে ভালোবাসে।

এটাই বা কজনে অর্জন করতে পারে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।