i want to live simple and die simple বাংগালির সততা
ঘটনাটা ছিলো আমার কলেজ জীবনের।
ফিজিক্স পরিক্ষার খাতা(উত্তর পত্র) নিয়ে স্যার ক্লাসে এলেন । এরপর সবাইকে খাতা দিয়ে বল্লেন - '' সবাই খাতা ভালো করে চেক করে দেখো । কারো খাতায় নম্বর দিতে গিয়ে যোগ -বিয়গে কোন ভুল করেছি কিনা । তাহলে এখনই এসে ঠিক করে নিয়ে যাও।
'' আমাদের কলেজে এ সুযোগ ছিলো । আমরা খাতা নম্বর দেয়ার পর দেখতে পারতাম এবং নম্বর দেয়া তে ভুল থাকলে ( যেমন কোন প্রশ্নের উত্তরে হয়তো নম্বর দেয়া হয় নাই , বা নাম্বার যোগ করতে ভুল হয়েছে ) ঠিক করতে পারতাম । যাই হক অনেকেই যোগে ভুল ধরে কেউ ৫ , কেউ ১০ নম্বর বাড়িয়ে নিয়ে এল আর খুশীতে দাঁত বের করে ফেললো । যাই হোক সবার খাতা ফেরত দেয়া হলে তিনি বললেন যে--'' দ্যাখ , আজ আমি একটা ছোট্র পরিক্ষা করেছিলাম। আমি তোমাদের নম্বর আগেই আলাদা একটা কাগজে লিখে নিয়েছিলাম ।
এর পর দৈবচয়ন পদ্ধতিতে সমান শন্খক খাতায় কিছু নম্বর বাড়িয়ে দিয়েছি এবং অন্য গুলোতে কমিয়ে ও দিয়েছি । এর পর হিসাব রেখেছি যে কয়জন তার বাড়ানো নাম্বার কমাতে আসে এবং কয়জন তা কমানো নাম্বার বাড়াতে আসে । আমি লক্ষ্য করলাম যে যাদের নম্বর কমিয়ে দিয়েছি এমন প্রত্যেকেই তাদের নম্বর এসে বাড়িয়ে নিয়েছে । কিন্তু যাদের নম্বর বাড়িয়ে দিয়েছি তাদের মধ্য মাত্র একজন নিজের বাড়ানো নাম্বার কমিয়ে নিয়ে গেছে । এখন তোমরাই বলো সাধারন এই পরিক্ষায় ( যেটাতে ফেইল করলে ও তেমন কিছু হবে না ) ও যদি দেশের অন্যতম একটা শীর্ষ কলেজের ছাত্র হয়ে ও তোমরা ৫/ ১০ নাম্বারের জন্য এরকম অসৎ হও , তাহলে এদেশের কি হবে ? আমাদের লজ্জায় মাথা নত করা ছাড়া আর কিছুই করার ছিলো না।
মন্তব্য ঃ ১। মুহাম্মদ জাফর ইকবাল গ্রামিন ব্যান্কের নেয়া ঋন(জামানতবিহিন) ফেরত দেবার ভিত্তিতে এ দেশের মানুষকে শতকরা ৯৯ ভাগ (প্রায়) সৎ বলেছেন । যদি ও শুনতে এটি বাংগালি হিসাবে ভালো ই লাগে কিন্তু আমার কাছে এটি অত্যন্ত খোঁড়া অনুসিদ্ধান্ত মনে হয়েছে , বিগ্যানসম্মত তো নয় ই । ২। আমার ফিজিক্স স্যার এর পদ্ধতিটি আমার কাছে অনেক বেশি যৌক্তিক মনে হয়েছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।