আগ্রহ মোর অধীর অতি— কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা। আমি আমার কথা বলি- যখন ঢাকা থেকে রংপুর যাই, এমন ভাবে চলার চেষ্টা করি, যেন আমার কথায় কাজে কখনও কোন অহংকার বা বেয়াদবি প্রকাশ না পায়। মানুষ যেন বোঝে আমি বিশ্ববিদ্যালয় এর একজন ছাত্র। হোকনা সেটা বেসরকারি।
।
একজন বিশ্ববিদ্যালয় এর ছাত্র কেমন হবে?? তার কাছ থেকে দেশের মানুষ কি আশা করে?? দেশের কথা বাদ ই দিলাম, তার বাবা মা ই বা কি আশা করে??
বাবা মা কি এই আশা করে, আমার ছেলে শার্টের কলার তুলে হাঁটবে। অহংকারে তার মাটিতে পা পড়বে না। সে রিক্সা ওয়ালাকে নাই কথায় থাপড় মারবে। নাকি সহপাটি অসহায় বন্ধুটিকে পিটাবে??
আমার স্বপ্নের রংপুর এতদিন ভালই ছিল।
কোন কোন অজ পাড়া থেকে শিক্ষিত করার নামে কিছু বেয়াদব ছেলেকে এনে ফেলেছে, তাদের ব্যাবহার দেখে আজ আমি লজ্জিত।
স্বপ্নের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আজ ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি এর কাল মেঘে ঢাকা। এর থেকে মুক্তির উপায় নাই।
আমি আজ রাজনীতি করছি, কাল BCS দিব, আমার রাজনৈতিক পিতাই আমাকে সরকারি চাকরি দিবে। তারপর আমাকে ঠ্যাকায় কে।
ঘুস খাব, মানুষ মারবো, বাংলাদেশ আমার গোলাম। তোরা শালা দূরে গিয়ে মর।
আর একবার না হয় দুর্নীতিতে ১ম হবো, তাতে কি?? আমি ডোমের ছেলে তো জাতে উঠবো। হুহ।
Fuck ছাত্র রাজনীতি ... Fuck শিক্ষক রাজনীতি।
। Fuck Fuck Fuck...... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।