আমি নতুন কিছু লিখবো খা.জিয়া মনে হয় ভুলে গেছেন পুরনো কথা তারেক-মামুন দু’বন্ধুর ব্যবসা আর দুর্নীতি চলেছে সমানতালে দৈনিক যুগান-র , মঙ্গলবার, মার্চ ২৭, ২০০৭ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক পার্টনার গিয়াসউদ্দিন আল মামুন। দু’বন্ধু ব্যবসায় যেমন ছিলেন অংশীদার, তেমনি দুর্নীতিতে। মামুনের দেয়া তথ্যে দুর্নীতির বরপুত্রদের হাজার হাজার কোটি টাকার হিসাববহির্ভূত ধনসম্পদ ও রাষ্ট্রীয় অর্থ আ্তসাতের অভিযোগের তদন- শুরু করেছে একাধিক গোয়েন্দা সংস'া ও দুদক। তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা। আমার ছেলে সৎ যোগ্য দুর্নীতির সাথে জড়িত নয়: খা. জিয়া তা হলে পত্রিকায় আমরা এ কি দেখলাম অবৈধ দখল ও নামমাত্র দামে কেনা তিনশ একর ফসলি জমি বরপা ‘বিএনপি পল্লীতে’ গড়ে উঠেছে সাঈদ ইস্কান্দার ও তারেক রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান ও মাছচাষ প্রকল্প দৈনিক ইত্তেফাক, রোববার, মার্চ ২৫, ২০০৭ রাজধানীর অদূরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার অধীনে বরপা বিএনপি পল্লীতে বিএনপি’র সাবেক এমপি সাঈদ ইস্কান্দার ও ভাগ্নে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের রয়েছে তিন শতাধিক একর জমিতে মৎস্য চাষ প্রকল্প ও ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ট্রেডিংয়ের কার্যালয়। এই মৎস্য চাষ প্রকল্পের মধ্যে রয়েছে ব্রীকল্যান্ড সিরামিক ইট এবং মুরগি ও মাছের খাবার তৈরির কারখানা “রূপসী ফিড”। এসব ব্যবসায়ী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে চলছে সেখানে অবৈধভাবে কিংবা ক্ষমতার অপব্যবহার করে জমি দখল। এসব জমির মালিক কানাডা প্রবাসী অসীম গোস্বামী, মির্জা গালিব সাত্তার ও সমীর কুমার দাস বলে সেখানকার কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তারা জানান। আমার ছেলে সৎ যোগ্য দুর্নীতির সাথে জড়িত নয়: খা. জিয়া তা হলে পত্রিকায় আমরা এ কি দেখলাম হাওয়া ভবনে টাকা না দিলে এসএসবি সুপারিশও উল্টে দিতেন খালেদা জিয়া পাউবোর এডিজি পদে নিয়োগ নিয়ে যথেচ্ছাচার দৈনিক ভোরের কাগজ, মঙ্গলবার, মার্চ ২০, ২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।