আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতে কেঁপে উঠল ঝালকাঠি শহর সদ্য বিসিএস হওয়া অমিত দেবনাথ আর মিতুর বিয়ের কাহিনী,,লজ্জা, লজ্জা.....

বুম বুম শব্দে মধ্য রাতে ঘুম ভেঙে গেল শহরবাসীর। হঠাৎ করেই কেঁপে উঠল ঝালকাঠি শহর। চারদিকে ফোন করে খোঁজ নিয়ে যানা গেল বিয়ে বাড়িতে আতশবাজি ফুটানো হচ্ছে। কিন্তু এতরাতে কেন? কার বাড়িতে ফুটানো হচ্ছে বিকট শব্দে আতশবাজি। রাত তখন ১টা।

শহরের নতুন কলেজ রোডে একটি বিয়েকে কেন্দ্র করে মধ্য রাতে আতশবাজি ও পটকা বিস্ফোরণের শব্দে এলাকাবাসীসহ শহরজুড়ে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকট শব্দে চিন্তিত পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অনেকেই উদ্বিগ্ন হয়ে মধ্যরাতে ওই স্থলে ছুটে গিয়ে জানতে পারে ঘটনা। আতঙ্ক সৃষ্টির দায়ে ঘটনাস্থল থেকে ৩ যুবককে আটক করে। কিন্তু স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের ভাগ্নের বিয়ে অনুষ্ঠানে এ ঘটনা ঘটায় এবং ঝালকাঠি পৌর মেয়রসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েক নেতার তদবিরের মুখে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় তাদের ছেড়ে দেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়া একাধিক এলাকাবাসী জানায়, পাবলিক লাইব্রেরির সম্মুখে বসবাসকারী অব. প্রভাষক ধীরেন্দ্র নাথের মেয়ে প্রজ্ঞা সুশমিতা মিতুর বিয়ে অনুষ্ঠানকালে কতিপয় মাতাল যুবক মধ্যরাতে বিকট শব্দে আতশবাজি ও পটকা বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জঙ্গিদের হামলায় পিপি নিহতের স্থলসংলগ্ন এলাকায় আকস্মিক এ ধরনের গগন বিদারী শব্দে প্রকম্পিত শব্দের কারণে শিশু, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সব পরিবারে আতঙ্ক সৃষ্টি হওয়ায় চিৎকার-চেচামেচি শুরু করে। থানা পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কান্সিলর, রাজনৈতিক নেতা ও এলাকার মানুষ ছুটে এসে বিয়ে আনুষ্ঠানে এ ঘটনা ঘটানোর বিষয় নিশ্চিত হয়। পরে ঝালকাঠি থানার এসআই গোলাম মোস্তফা সহ একদল পুলিশ বিপুল সরকার (২৫), অঞ্জন (২৩) ও হোসনি মোবারক (২৮) নামে ৩ জনকে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আটক করে। এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চলতি দায়িত্ব পালনকারী এসআই জাফর সাংবাদিকদের জানায়, বিয়ে অনুষ্ঠানের কারণে এ ধরনের ঘটনা ঘটায় মুচলেকা রেখে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছেhttp://www.bd-pratidin.com/?view=details&type=single&pub_no=631&cat_id=1&menu_id=1&news_type_id=1&index=12 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।