আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন যুবক

আমি একজন ছাত্র। গ্রামীন যুবক একজন রাজ্যহারা রাজার আছে পরাজিত সৈনিক ; প্রতিদিন হেঁটে যায় সীমান্তের দিকে দরবেশের মতো, সে হেঁটে যায় পরাজিত রাজ্যে ছন্দবেশে। একজন নারী হারা ব্যর্থ গ্রামীন যুবক সে হেঁটে যায় কখনো ফকির, কখনো বা দরবেশে, সবুজ মাঠে শস্য-শ্যামলায় ঘুরে বেড়ায় ; বেড়ায় হৃদয়ে অকূল হাসি-কান্না নিয়ে ধানসিঁড়ির পাছে। সে রৌদ্র দুপুর পাই না আর প্রতিটি মুহূর্তে আছে জীবনের সিদ্ধবীজ ; আছে মমতার অপরুপ মুগ্ধ দিবসের প্রহর , জীবনের দুঃখ নিয়ে মনের সাগরে আছে বিরাট পাথর। পথিক হয়ে পাড়ি দেয় দেশ দেশন্তর ; পাখি হয়ে শীষঁ দেয় অনব্রত, আর সবুজ ঘাসে চিৎ হয়ে পড়ে আছে সে গ্রামীন যুবক। চৈত্র দুপুর পাড়ে রৌদ্র মেঘের আড়ালে পড়ে থাকে রাতদিন ফুলশয্যায় ; মমতার ¯িœগ্ধ চোখে অবুজ হয়ে অশ্রু পড়ে জেগে থাকে সে রাতদিন অতীত নিয়ে। দাড়িয়ে থাকে বোবার মতো কেঁদে উঠে প্রান ; সে বসে বসে ভাবে গাছের ছায়ায়, ভেসে উঠে যেন আপন মনে প্রতিটি জলছবি, তবুও নির্ভাক নির্জীব হয়ে দাড়িয়ে থাকে গাছের মতো সে গ্রামীন যুবক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.