গ্রামের নাম কুলকান্দি। আয়তনে খুব বেশি বড় না। গ্রামের পাশেই ছোট্র একটি বাজার, যার নাম মাগন মিয়া বাজার। পাশেই একেবেঁকে বয়ে চলেছে সদা বহমান নদী যমুনা। গাঁয়ের অধিকাংশ লোকই তাদের জীবিকা নির্বাহ করে কৃষি করে।
সাড়া দিন তারা ক্ষেত খামারে যার যার কাজে ব্যস্ত থাকে। বিকালে একটু অবসর পেলেই মাগন মিয়া বাজারে গিয়ে জমা হয়। কেউ
কেউ চা স্টলে বসে চায়ের কাপে তৃপ্তির চুমক দেয়, কেউ বা আবার তাদের কেনা কাটা নিয়ে ব্যস্ত থাকে। চায়ের দোকান গুলোতে লোক সমাগম একটু বেশী হয়, কারণ প্রতিটা চায়ের দোকানেই রয়েছে রঙ্গিন টেলিবিশন। সারা দিন কাজ করে ক্লান্ত-শ্রান্ত মানুষগুলো দোকানে বসে চা পান করে আর টেলিভিশনে বাংলা ছবি দেখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।