বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
খবরটা চোখে পড়তেই মনটা বেশ উৎফুল্ল হয়ে উঠল। মানী-গুণী মানুষের দল। নাম হবে গ্রামীন দল । শহুরে দলগুলোর নির্বাসন। র াজনীতি করতে হলে এখন থেকে বাস করতে হবে গ্রামে।
গ্রামের মানুষ না বাঁচলে দেশ বাঁচবে না। সোনার বাংলা থেকে নুতন বাংলা হয়ে এবার ঠেকছে দেশ গ্রামীন বাংলায়।
বিবেকবান সজ্জনরা এবার সৎ লোকের শাসন কায়েমের জন্য দলে দলে গ্রামীন দলে যোগ দিন। আমরা উন্মুখ হয়ে আছি। দেশের মানুষ একদিনে বিশ লাখ বার্তা পাঠিয়েছে, গিনিজ বুকে এখনও তার নাম যে কেন উঠল না? শীঘ্রিজলজলে অক্ষরে লেখা উঠবে রাজনীতি সচেতন বাংলার মানুষ একদিনে বিশ লাখ শুভেচ্ছা বাণী পাঠিয়ে নতুন দলের জন্য রেকর্ড তৈরী করেছে।
এই দেশের লোকজন এতো বেশী আন্ধা হয়ে গেছে যে, যা বলে আর লেখে তা আমরা অবলীলায় খাই। ভেজাল খেতে খেতে আসল খবরকেও ভেজাল বলে মনে হয়। গ্রামীন দলের ওয়েবপেজ ও সদস্যপদের ফর্ম কোথায় পাওয়া যাবে?
তবে জরুরী অবস্থা থাকায় গ্রামীন দলের জন্ম নিতে কোন সমস্যা হবে না। কারণ, জন্ম, মৃতু্য, বিবাহ বিষয়ে কোন বিধিনিষেধ জরুরী আইনের আওতায় আসেনি। কাজেই ধমর্ীয় অনুষ্ঠান দিয়ে পবিএ কাজ শুরু হবে।
খুব আনন্দ লাগছে। হীরক রাজার দেশে খালি রাজ্যপাল বদলায় অবলা প্রজাদের বিনোদনের জন্য। আমরা মুগ্ধ। অসৎ রাজনীতির সৎকার হওয়ার বড্ডো প্রয়োজন। সেটা নিয়ে বিতর্ক নেই।
কিন্তু সৎকারের পর দুস্টুলোকেরা সৎ লোকদের ঘাড়ে পুনর্জন্ম নিলেই সমস্যা। অতীতের দিকে তাকিয়ে তাই ভরসা পাই না। সিঁদুর দেখলেই যে ভয় পাই। কথা হারাই। বিশ্বাসের মা বারবার বাংলাদেশেই মারা যায়।
তাই, বিশ্বাস করতে বড্ডো কস্ট হয়। নতুন ত্রাতা হিসেবে ড: ইউনূসকে মোবারকবাদ জানাই। নুতন দলের আগমনের জন্য অধীর আগ্রহে আছি। নতুন দলের আগমনে পুরনোদের মধ্যে যে প্রসব বেদনা শুরু হয়েছে তাকে আর দীর্ঘায়িত করা ঠিক হবে না...বিশ লাখ জনতার অপেক্ষমান সারি হাত বাড়িয়ে অপেক্ষায় আছে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।