আমাদের কথা খুঁজে নিন

   

বান্দর বাড়িওয়ালা x(

আমি যে বাসায় ভাড়া থাকি তার মালিক একটা চীজ । তার ছেলে আরো বড় চীজ । মেয়েটাও চীজ । পুরো ৩ চীজে চীজ টু দি পাওয়ার কিউব । বাড়ির মালিক : বাড়ির মালিক কিভাবে যে মাত্র ৩ জন মিস্ত্রি দিয়ে ৫ বছরে ১০ তলা বিল্ডিং বানিয়েছে তা এক বিরাট বিস্ময় ।

মালিক নিজে ডিপ্লোমা সিভিল ইন্জিনিয়ার । চাকরী করে এক বেসরকারি ব্যাংকে । ট্যাক্স যাতে না দেওয়া লাগে সে জন্য সে বাড়ির গেটের সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছে । যেটাতে লেখা আছে ,"এই বাড়ি অমুক (যেটায় সে চাকরি করে) ব্যাংকের নিকট দায়বদ্ধ । " বিদ্যুত্‍ বিল এর সময় হয় আসল মজা ।

প্রতি ফ্লাটে মিটার অনুযায়ী না করে , টোটাল যে বিদ্যুত্‍ বিল আসে তা প্রতিটা ফ্লাটে সমান ভাবে বন্টন করে দেয় । যার ফলে মাত্র ৬০০ টাকার বিদ্যুত্‍ পুড়িয়েও ১৮০০ টাকার মত বিল গুনতে হয় x( আর সবচেয়ে আকর্ষণীয় দিক হল , যখন ভাড়াটিয়ারা চলে যায় তখন সে বাড়ি ভাড়ার এডভান্সের টাকা দেয় না । তার যুক্তি , যে দেয়ালের রং ডিসকালার হয়ে গেছে , দরজায় সমস্যা ইত্যাদি কারণে সে পয়সা ফেরত দিবেনা , যদিও তাকে দুইমাসের ভাড়া এডভান্স করতে হয় । ওহ ! আর একটা কথা এই চীজ বাড়িওয়ালা ব্যাচেলর ছাড়া আর কারো ভাড়া দেয় না । যেখানে ২য় তলা টি তার এবং তার পরিবারের জন্য ।

আশায় আছি কবে বাড়িওয়ালা ডিলিট হয়ে যাবে এবং আমরা সবাই মিলাদ দিব । বাড়ি ওয়ালার ছেলে ও মেয়ে সম্পর্কিত তথ্য coming soon..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।