www.eboimela.com কয়েকদিন যাবত টিভিতে বেশ কিছু ঝিমুনি ধরানো অনুষ্ঠান দেখছি। তবে দেখে হাসি কন্ট্রোল করা কঠিন এবং ঘুমিয়ে পড়া অসম্ভব। এসব অনুষ্ঠানের বেশীর ভাগেই একজন গায়ক/গাইকাকে স্টুডিওতে আনা হয়, সাথে থাকেন অসম্ভব ন্যাকা একজন উপস্থাপিকা (যার ন্যাকামীর লেভেল প্রায় স্টার জলসার ললনাদের ন্যাকামীর কাছাকাছি)। যাইহোক, এধরনের সব অনুষ্ঠানেই কথাবার্তাগুলো প্রায় একই রকম এবং অত্যন্ত নিভের্জাল বিনোদনমূলক। একটি নমুনা দিচ্ছিঃ
উপস্থাপিকাঃ আপু/ভাইয়া আপনি হয়তো জানেন না, আমি ছোটবেলা থেকেই আপনার একজন দারুন ভক্ত, এক কথায় আপনার ফ্যান।
অসম্ভব ভালো লাগে আপনার গান।
গায়কঃ ধন্যবাদ। আসলে অনেকেই এই কথাটি আমাকে বলে, আমি মিউজিক শুরু করেছি মাত্র ১ বছর আগে, কিন্তু সবাই-ই ছোটবেলা থেকে আমার ফ্যান। ব্যাপারটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।
উপস্থাপিকাঃ হ্যা সেটাই।
আচ্ছা আপনার গানের কম্পোজিশনগুলোতে কিন্তু অনেক নতুনত্ব লক্ষ্য করা যায়। এর পেছনে রহস্য কি?
গায়কঃ আমি আসলে একেকটা গান একেক ভাষা থেকে কপি পেষ্ট করি তাই, ভেরিয়েশন চলে আসে আপনা আপনি।
উপস্থাপিকাঃ যখন স্টেজে পারফর্ম করেন তখন কেমন লাগে?
গায়কঃ সেটা আসলে বলে বোঝানো যাবে না। যখন সবাই one more, one more বলে চিৎকার দেয় তখন মনে হয় আমার মিউজিক স্বার্থক। আর যখন বলে, "ওই মোকলেস স্টেজ থেকা নামলি নাকি ......."
উপস্থাপিকাঃ জী অনেক ধন্যবাদ।
দর্শক, আমরা এখন অমুক ভাই/ অমুক আপুর কাছ থেকে এখন একটি লাইভ গান শুনব।
(ব্যাক গ্রাউন্ডে গান ছেড়ে দেয়া হবে, গায়ক মুখ মিলাবেন এবং ভাব করবেন যে উনি লাইভ গাইছেন)
উপস্থাপিকাঃ অসম্ভব সুন্দর। ফানটাস্টিক। আমি আসলে গানটা শুনতে শুনতে ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কথাগুলো অসম্ভব সুন্দর।
গানটা কার লিখা?
গায়কঃ আপনারা কার গান প্লে করেছেন আপনারা জানেন। সেটা আমি জানবো কিভাবে কার লেখা?
উপস্থাপিকাঃ জী ধন্যবাদ। আমরা এখন নিচ্ছি ছোট একটি এক ঘন্টার ব্রেক। সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন অমুক ভাইয়ের দারুন সব গান।
জ্বালাময়ী বিজ্ঞাপনঃ বাচ্চারা তো হরলিক্স খেতেই চায় না ইত্যাদি ইত্যাদি
এসব বিমল আনন্দমূলক অনুষ্ঠান দেখে ঈদ মোটামুটি ভালো কাটছে।
উৎসর্গ : জন রাসেল, মেঘের পালক এবং সকল স্টার প্লাস দেখে দেখে দৃষ্টিশক্তি হারানো দর্শকদের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।