আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের কবিতা , সবাইকে ঈদের ভালোবাসা !

পরিবর্তনের জন্য লেখালেখি

কতদূর যাবে ? সুতো ছিঁড়ে এভাবে ? কতটা পায়ে হাঁটা যায় জরায়ুর নিরাপদ আঁধার ফেলে দুর্দমনীয় আলোয় ! কতটা হওয়া যায় আমরা অমোঘ আমিকে ঢেকে সম্পর্কের শিমুল তুলোয় ? দেখো , এখানেও বাঁধা । নিরবিচ্ছিন্ন রক্তপাতের প্লাসেন্টা ঘিরে প্রথম কাঁদা । কেউ ঠিক নই কারো । দ্বন্দ্ব যুদ্ধ , হাসি ঠাট্টার কাছে এসে দূরে যাওয়া আরো! কোথায় যাবে? ভালোবাসা , আশা , নেশা পাবে? এমন সাধন ধন ভুল করে রয়ে যাবে ভুলে যাওয়া স্মরণে সারাক্ষণ ! তুমি আমি ভুলে বিশ্বাস অবিশ্বাসের দোলায় তুলো পালকে পলকে তুলে ! তাহলে যেও না, থাকো । অন্তরে না হোক আন্তর্জালে আমাকে তোমার ভাবনায় রাখো ।

না ছুঁয়ে, ছুঁয়ে দাও অবিরাম ছুটে চলা , ক্লান্ত একেলা আমার আমিকে হাসাও । আমিও ফিরে আসি , কি যেন মায়ায় আবার! ব্লগ নামক এক উঠোনে তোমাকে তোমাদের হতে দেখা নিরাপদ একাকীত্ব ছিঁড়ে আমাকে আমাদের হতে শেখা ভালো লাগে মেঘেদের মত এই শৈশবী ছোঁয়াছুঁয়ি খেলা আসো , বেঁধে রাখি এইক্ষণে অতুল মিলন মেলা ! সামহোয়ার ইন ব্লগের সবাইকে আমার ভালোবাসা । ঈদের শুভেচ্ছা । ব্লগ টিম এবং সমস্ত ব্লগারদের শান্তি ও সুখ কামনা করি । ভালো থাকুন সবাই ।

ঈদ মোবারক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.