আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অবৈধ প্রবাসীদের কারনে আরব আমিরাতের শ্রম বাজার বন্ধ হবার উপক্রমঃ

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। ২০০৩ সাল থেকে দুবাইতে বসবাস করছি। অনেক ঘটনা ঘটতে দেখি। প্রবাসীদের দুষ্টামী বেড়ে গেলেই আরব আমিরাত সরকার মাঝে মধ্যে ভিসা প্রদান বন্ধ করে দেয়। তারপর আবারও চালু করে।

ভিসা প্রদান বন্ধ থাকলে প্রবাসীদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। বৈধ বসবাসকারীও চিন্তিত হয়ে পড়ে। আরব অমিরাত সরকার এই মাসের শুরু থেকে বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। কতিপয় দুষ্ট বাংলাদেশীদের কাজকর্মে অতিষ্ট হয়ে আরব-আমিরাত সরকার যে কোন সময় দীর্ঘ মেয়াদের জন্য ভিসা প্রদান বন্ধ করে দিতে পারে। তাই আর দেরী না করে কি কি কারনে ভিসা প্রদান বন্ধ করেছে তা খতিয়ে দেখতে হবে।

তা না হলে সৌদী আরবের প্রবাসী বাংলাদেশীদর মত পরিণতি ভোগ করতে হবে। বাংলাদেশ হারাবে বিশাল শ্রম বাজার। মধ্যে প্রাচ্য শ্রমিক রপ্নানী বন্ধ থাকলে দেশে বেকারের সংখ্যা বেড়ে যাবে। পরিবারের-সমাজে-রাষ্টে অশান্তি দেখা দিবে। তাই পরিবার-সমাজ ও রাষ্টের কল্যানে আমাদের এই শ্রম বাজারকে সব সময় চালু রাখতে হবে।

যে সকল কর্মকান্ডের কারনে আরব-আমিরাত সরকার বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য কারন হতে পারে-----------------(আমার ধারণা) ১. গত কয়েক বছরে অনেক গুলো খুন-খারাবির ঘটনা ঘটেছে। যেগুলোর বিচার এখনো শেষ হয়নি। দিন দিন বাংলাদেশীদের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। ২. কিছু কিছু প্রবাসী কর্মস্থল থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। টাকা নিয়ে দ্রুত দেশে চলে যাবার কারনে প্রতিষ্টানের মালিক বা পুলিশ কতৃপক্ষ তাদেরকে ধরতে পারছে না।

৩. ইদানিং দুবাই শহরে পতিতাবৃত্তি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন্ হোটেলে ও রুমে প্রবাসী বাংলাদেশীরা এই ঘৃন্য কাজটি চালিয়ে যাচ্ছে। দালালরা রাস্তায় দাড়িয়ে পথচারীকে ডিষ্টাব করছে। তাদের অত্যাচারে পথচারীরা অতিষ্ট। আর গড় ফাদাররা সব সময় পর্দার আড়ালে থাকে।

৪. ভাল কাজ দেবার প্রতিশ্রুিত দিয়ে দালাল চক্র দেশ থেকে নিম্মবিত্ত পরিবারের কিশোরী ও যুবতী মেয়েদেরকে দুবাইতে এনে পতিতাবৃত্তিতে নামাতে চেষ্টা করছে। অনেক মেয়ে পালিয়ে গিয়ে পুলিশের আশ্রয় নিয়ে মান সম্মান নিয়ে দেশে ফিরে যায়। এই জাতীয় ঘটনা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ৫. ভিজিট ভিসায় এসে আর দেশে ফেরত না গিয়ে বছরের বছর অনেক বাংলাদেশী আরব আমিরাতে বসবাস করছে। অবৈধ ভাবে বসবাস করে তারা প্রতিদিন নানা কুকর্ম করে বেড়ায়।

৬. ভিজিট ভিসায় দুবাইতে এসে সৌদী আরবে উমরা করতে গিয়ে আর দুবাইতে ফিরে না আসায় ভিসা বন্ধ রাখার অন্যতম কারণ হতে পারে। ৭. এক শ্রেণীর অসাধু ব্যক্তি ফ্রি ভিসায় যে কোন জায়গায় করার প্রতিশ্রতি দিয়ে দেশ থেকে শিক্ষিত, আধা শিক্ষিত ও অর্ধক্ষ লোকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দুবাইতে এনে ভিসা না লাগিয়ে গা ঢাকা দেয়। ওয়ার্ক পারমিট না পেয়ে প্রতারিতরা ভাল কোন কাজ করতে না পেরে আবারও দেশে ফেরত যেতে বাধ্য হচ্ছে। আরো অনেক কারণ থাকতে পারে। আশাকরি আমাদের সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে লক্ষ লক্ষ প্রবাসীকে রক্ষা করবেন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.