কনকনে শীত
দাঁতের সাথে দাঁতের সংঘর্ষ চলছে
দ্রুতগতিতে ফুটপাত ধরে হেঁটে চলছি
জ্যাকেটের পকেটে হাত
স্যার বলেছিলেন-
বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পূর্বেই যেন
তার সাথে দেখা করি।
গুণগুণ করে গান গেয়ে হেঁটে চলছি
হঠাৎ মৃদু কান্নার শব্দে থমকে দাঁড়াই
মনে হলো অদূরের ঐ ডাস্টবিন থেকেই
কান্নার শব্দ আসছে
শিশুর কান্নার মতো মনে হলো
এগিয়ে গেলাম ডাস্টবিনের দিকে
গিয়ে যা দেখলাম
মনে হলো বরফের মতো জমে যাচ্ছি
চতুর্দিক থেকে ধেয়ে আসছে কুয়াশা।
এও কি সম্ভব?
পড়ে আছে নবজাত একটি শিশু
মাছিগুলো চতুর্দিকে তাদের ডিউটি পালনে ব্যস্ত।
প্রশ্ন জাগলো-
কার এ নাড়ীছেঁড়া ধন?
পড়ে আছে অনাদরে অবহেলায়?
অতপর.....বুঝতে পারলাম
কারো অবৈধ কর্মের ফসল।
আচ্ছা এই শিশুটির তো কোন দোষ নেই
সেতো ফিতরাতের উপরই জন্মগ্রহণ করেছে।
প্রচন্ড ঘৃণায় শরীর রী রী করে উঠল
ধীক্! ধীক্ এ সমাজের নষ্ট মানুষগুলোকে
যারা নিজের জন্মের কথা একবারও ভাবেনা।
অবৈধ কর্মের ফসল.....
এইচ এম তানভীর হাসান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।