শুভ জাহিদ @ http://howcanigetanemailaddress.com/
বিসমিল্লাহ,
বাংলাদেশের মানুষদের আক্বিদা এই বিষয়ে এখনো ক্লিয়ার হয় নাই। আল্লাহ সর্বত্র বিরাজমান নাকি আল্লাহ আরশে! প্রত্যেকের পক্ষেই কিছু কিছু দলিল রয়েছে।
আলেমগণ এক দল এক আক্বিদা নিয়ে একদিকে। অন্যদল অন্য আক্বিদা নিয়ে আরেকদিকে। দু পক্ষেরই কঠিন কঠিন দলিল রয়েছে।
আহলে হাদিস, সালাফীরা যদিও বলে থাকে যে আল্লাহ রয়েছেন আরশে। কিন্তু অন্যরা যদি আল্লাহ সর্বত্র বিরাজমান সংক্রান্ত কঠিন দলিলগুলো ঠিক মতো আহলে হাদিসদের সামনে পেশ করে তবে তারা কোন উত্তরই দিতে পারবে না। আবার আহলে হাদিসরা যদি সর্বত্র বিরাজমান সংক্রান্ত সবগুলো দলিল জানে ও দলিলগুলোর উত্তর জানে তবে তাদের সাথেও কোন হানাফী বা অন্যরা কথায় পারবে না। বইটি ৩০০০ কপি ছাপানো হয়েছে। ৩-৪ দিনের মধ্যে অলরেডী বাজারে প্রকাশের আগেই ১০০০ এর মতো বিক্রি হয়ে গেছে।
এই বিষয়ে বের হলো নতুন আরেকটি বই
নামঃ আল্লাহ কোথায়?
লেখকঃ মুহাম্মদ ইকবাল বিন ফাখরুল
বইটি ডাউনলোড করুন এখান থেকে।
http://www.downloadquransoftware.com/
http://www.mediafire.com/?sl8skk27zoeswh2
কিনতে ও ফ্রি বিলাতে চাইলে মেইল করুন এই এড্রেসে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।