মিথ্যার পতন সন্নিকটে..........
আল্লাহ সর্বত্র আছেন একথা ঠিক নয়। আল্লাহ আছেন তাঁর জন্য উপযোগী এমন এক আসনে যাকে আরশ বলা হয়। সূরা আর রহমানে বলা হয়েছে আররাহমানু আরশিস তাওয়া- যার মানে আল্লাহ (রহমান) আছেন আরশে আজীমে। এ বিষয়ে কুরআন ও হাদীস ভিত্তিক অনেক তথ্য-প্রমাণ রয়েছে। আল্লাহ সর্বত্র থাকলে পচা জায়গাগুলোতেও তাকে থাকতে হয় যা তাঁর সম্মানের সাথে সাংঘর্ষিক। সবাই না জানার কারণে বলে আল্লাহ সর্বত্র আছেন। আসল কথা হলো আল্লাহ সর্বত্র আছেন জ্ঞানের (জানা ও শোনার) দিক থেকে; কিন্তু প্রকৃতপক্ষে তিনি আছেন আরশে। বিস্তারিত জানতে হলে প্রথাগত ও নামধারী আলেমদের জিজ্ঞেস না করে সূক্ষজ্ঞানী ও সচেতন আলেমদের কাছ থেকে জেনে নিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।