পাঁচদিন পর, পুনশ্চ ঢাকা। বহুবছর একটানা এতসময় ঢাকার বাইরে থাকতে পারি না। এবার ঈদের দিন দুপুরে সময় টিভিতে আমাদের একটি বিতর্কসভা দেখলাম, যা ঈদের দুদিন আগে স্টুডিওতে ধারণকৃত। ওই টিভি বিতর্কে নি:সন্দেহে আমি ও অদিতি হেরেছি এবং জিতেছে মুন্নী ও মোস্তফা। বাড়িতে একসঙ্গে বসে দেখে, পেলাম আমার মা'র প্রথম মন্তব্য, 'কি রে, তর্কে তোরা তো হারলি। আর মুন্নী না ওই মেয়েটার নাম, একবার বর্ষার জন্মদিনে আসছিল?' আমি হারুপার্টির লোক, মুখ নত করে শুধু উচ্চারণ করি, 'হুম।' ঈদের দিন রাতে এফএম ব্যান্ড রেডিও 'ঝিনুক' এর সঙাগে লাইভ দেড়ঘণ্টা আড্ডাবাজি ছিল, মাসুদ ও বাপ্পীর তত্ত্বাবধানে, ভীষণ উত্তেজনাপূর্ণ। ঈদের পরদিন সুমাইয়াকে দেখে আসলাম ও সুমাইয়ার বাবা-মা-ভাইয়ের সঙ্গে ওর চিকিৎসা-সংক্রান্ত কার্যকরী আলাপ হয়েছে। নয়ন, উজ্জ্বল, অনু, সোহাগ, ইমন, দিলিপ, নতুন ভাই, কাজল দা, তরূণ পোয়েট ক.গ. আহমেদ ও ডা:পাখি আপা, সর্বোপরি আমার বাবা-মা-দুই বোন আর বর্ষা তা থৈ- একটা সম্পূর্ণ পারিবারিক সময় কাটিয়ে ঢাকায় ব্যাক...প্রচুর ফটোগ্রাফি করেছি বর্ষা আর আমি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।