আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশঃ ঘটনার পাঁচদিন পর পুলিশের এমন বক্তব্যে হতাশ দেশবাসী

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ কমিশনার (ডিসি) মো. মনিরুল ইসলাম ডিএমপির মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। শতভাগ নিশ্চিত না হয়ে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং তভাগ নিশ্চিত না হয়ে ‘মোটিভও ডিসক্লোজ’ করা হবে না। ঘটনার পাঁচদিন পর পুলিশের এমন বক্তব্যে দেশের সংবাদকর্মী ও দেশবাসীকে হতাশ করেছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে অগ্রগতির যে ধারণা কর্তৃপক্ষ দেশবাসীর সামনে তুলে ধরেছিল, তাতে জল ঢেলে দিয়েছে পুলিশ। এর আগে ঘটনার ২ দিন পর ১৩ ফেব্রুয়ারি পুলিশ সদর দফতরের নিয়মিত ক্রাইম কনফারেন্সে তদন্তের অগ্রগতি জানানোর জন্য ডাকা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশের মহাপদির্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন, ‘তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে।

খুব শিগগিরই এর রহস্য উন্মচোন করা হবে। ’ এর একদিন পর মঙ্গলবার কোস্টগার্ডের প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, ‘খুব শিগগিরই আপনারা এ ব্যাপারে সুসংবাদ শুনবেন। ’ কিন্তু তার একদিন পর পুলিশের পক্ষ থেকে এ ধরনের সম্পূর্ণ বিপরীত একটি চিত্র তুলে ধরা হলো, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বক্তব্য ধোঁয়াশায় ঢেকে গেল। আর এর মধ্য দিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের পাঁচদিন পরেও এর মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলোনা। ফলে জনগণ যে তিমিরে ছিলো সেই তিমিরেই রয়ে গেল।

আর এ কারনে খবরের ডালপালা বিস্তার হতে শুরু করছে, প্রকাশিত হচ্ছে নানা গুজব যা উদ্বেগজনক। বেশ কিছু স্বনামধণ্য পত্রিকা ইতিমধ্যে নেতিবাচক খবর প্রকাশ করে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে যা নিহতের পরিবারকেও বিব্রতকর পরিস্থিতির সম্মূখীন করেছে। এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সংবাদপত্র মালিকদের সংগঠন Newspapers owners association of Bangladesh (NOAB) এ ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিনৈতিকতা মেনে চলতে সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যমের সম্পাদক ও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। কোনো গুজব বা অনুমাননির্ভর খবর প্রকাশ না করার অনুরোধ জানায় নোয়াব। একই সাথে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.