ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ
আমাদের এক ব্লগার এরশাদের মৃত্যুর খবর দিয়েছিলেন। এখবরকে ঘিরে অনেকে বিভ্রান্ত হয়েছেন। ব্লগারের নামটা ঠিক মনে করতে পারছি না। তবে মিথ্যা বানোয়াট খবরের পরিবেশনের জন্য তাঁর শাস্তি কামনা করছি।
ও একটি কথা এ লেখার জন্য কেউ ভেবে বসবেন না আমি এরশাদের জাতীয় পার্টির সমর্থক ।
বর্তমান রাজনীতির যে অবস্থা তাতে সমর্থন করার মতো দল খুজে পাওয়া মুশকিল। তবে আমার ক্ষোভটা হলো একজন ব্লগার নিশ্চিত না হয়ে কিভাবে ব্লগে একটা মিথ্যা খবর পরিবেশন করেন?
এরশাদ নিয়ে আরটিএনডট নেটে প্রকাশিত খবর -
পাঁচ দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ ও চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আখতার এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
কাজী ফিরোজ জানান, সম্পূর্ণ সুস্থ হয়েই স্যার আজ সকাল সাড়ে নয়টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বারিধারার বাসায় পৌঁছেন।
এদিকে দর্শনার্থীদের ভিড় এড়াতে তার ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর খালেদ আখতার।
তিনি বলেন, ডাক্তারের পরামর্শে স্যার আগামী কয়েক দিন পূর্ণ বিশ্রাম নেবেন। তাই এখন দর্শনার্থী ও নেতা-কর্মীদের দেখা করার বিষয়ে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
বিশেষ কারণ ছাড়া কাউকেই বাসায় প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না বলেও জানান মেজর খালেদ।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল নিম্ন রক্তচাপ, পেটের পীড়া ও পাইলস রোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এরশাদ। শারীরিক অবস্থার অবনতির কারণে পরদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার দুইদিন আগে সিঙ্গাপুরের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন এরশাদ।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।