আমাদের কথা খুঁজে নিন

   

দুদু, দুলু, বুলু, ফালু আর কালুদের গল্প।

নাহ্‌! আমি আর মজা লই না, আজকাল মজা আমারে লয়! জামাতের প্রধান শরিক দল বিএনপির কিছু কিছু নেতার নাম শুনলে আমার খুব লজ্জা লাগে, যেমন- দুদু, বুলু, দুলু, ফালু ইত্যাদি ইত্যাদি!!! এই গুলার নামেই অশ্লীলতার ছাপ আর কাম? কাম দেবতার ডিরেক্ট আশীর্বাদ-পুষ্ট নেতা হচ্ছেন ফালু যা প্রায় সবাই কম বেশি জানে। যাইহোক সে দিকে আর গেলাম না। আমি যা বলছিলাম এই যে নাম, একজনের নাম দুদু। শুনলেই মনে হয় যে ১৮+ কিছু একটা আই মিন চটি-টটি হইবেক আর কি! সেদিন আমার ল্যাপটপে ইউটিউব থেকে একটা কথাবার্তার অনুষ্ঠান আই মিন টক শো প্লে করা ছিল যেখানে আমার কোন মনোযোগ ছিল না। আমি কি যেন একটা লিখছিলাম নাকি কি করছিলাম।

একজন সেইরকম সুন্দরি মহিলা সঞ্চালকের ভুমিকায় ছিলেন। টক শো-তে মনোযোগ ফিরল সেই মহিলার সুমধুর কণ্ঠে লুতুপুতু আদর-মমতা মেশানো একটি কথা শুনে, সেটি- দু...দু ভাই, আপনি কেমন আছেন? আহারে এমন একটি কথা যদি এমন একটি সুন্দরির মুখ থেকে বের হয় তখন মনডা কি কয়!!! কিছু ভাল্লাগে আর? আরেক জনের নাম বুলু। আমি মোমেনশাহীর পোলা। ওই এলাকার কোন লোকজনকে বুলু শব্দটা জিগায়লেই দেখবেন কেমন কইরা চ্যাগায়া দিছে আই মিন লজ্জায় লাল হয়ে গেছে। কেন তা আশা করি বুঝতে পারছেন।

ফালু, নামটা শুনলে আমার খালি হাসি আহে। কিরে ভাই, দুনিয়ায় কি নামের অভাব পরছে? ফালু মিন যে সব কিছু ফালায়া দেয়? আল্লাহ মালুম। যাইহোক ওনাগো নাম নিয়া আমার কোন এলার্জি থাকতো না যদি তাগো কাজকম্ম কিছু একটা ভালা পাইতাম। কুলু, বুলু, আলু, ফালুর ইদানিং কোন খোঁজ খবর পাইনা। তবে দুদু রে আজকাল খুব বেশি নাড়াচাড়া করতে দেখা যায়।

ওইদিন এক কথাবার্তার অনুষ্ঠানে দুদু কইয়া বইছে ইমরানের দাদা নাকি কিডা রাজাকার! ক তো মোমিন, এইডা কিছু হইল! টিভির লোকরাও কম পুংডা না, লগে লগে ইমরানরে লাগায়া দিছে আই মিন কল কইরে অনুষ্ঠানে নিয়া আসছে। দুদুর ভিতরে তো দেখি আর পানি নাই। ইমরানও ওপেন চ্যালেঞ্জ কইরা বইল। কি সিনেমারে ভাই। দুদু তো আর নড়েচড়ে না, মুখখান বান্ধরের ইয়ের মতো কইরাই পার কইরা দিল পুরা কথাবার্তার অনুষ্ঠান।

আমি তো দেইক্ষা কই- কি সিনেমা বানাইলা কারিগর...! যাইহোক এই পোস্ট দেয়ার কারন হচ্ছে আপনাদেরকে একটা নিউজ দেয়া যা আমি কেবল প্রথম-আলোই দেখলাম, সেটা হচ্ছে বুলু বাইর হইয়া গেছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.