আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়া জারজ সরকারের প্রধান হয়েছিল এবার হাসিনা হবেন জারজ সরকারের প্রধান: দুদু



বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, “৫ জানুয়ারির নির্বাচনে আপনি যে সরকার গঠন করবেন সেটা হবে জারজ সরকার। জারজরা সমাজে, দেশে-বিদেশে সবক্ষেত্রেই ঘৃণিত। বৈধ বাবা ছাড়া সন্তান জন্ম নিলে ওই সন্তানকে সবার কাছে যেমনি অবহেলিত হতে হয়, ঠিক যেমন জনগণের ভোট ছাড়া ৯৬ তে খালেদা জিয়া জারজ সরকারের প্রধান হয়েছিল। এবার আপনিও সরকার গঠন করলে আপনি হবেন জারজ সরকারের প্রধান। ” শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ আয়োজিত ‘কারারুদ্ধ মাহমুদুর রহমান অবরুদ্ধ বাংলাদেশ! কোন পথে উত্তরণ?’ শীর্ষক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দুদু বলেন, “আমরা স্বপরিবারে আপনার ধ্বংস চাই না। সঠিক পথে আসুন। না হলে গণআন্দোলনের মুখে আগামীতে নির্বাচন করার আর কোনো সুযোগ থাকবে না। ” তিনি বলেন, “একজন প্রধানমন্ত্রীর কারণে আজ গোটা দেশ জ্বলছে। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে।

হাসিনা পদত্যাগ করলে মূহূর্তের মধ্যে সারাদেশ শান্ত হয়ে যাবে। ” মাহমুদুর রহমান সম্পর্কে শামসুজ্জামান দুদু বলেন, “আর কয়েকদিন পর হাসিনা স্বীকার করবেন যে, মাহমুদুর রহমান একজন ন্যায় নিষ্ঠাবান লোক, তিনি সত্যের পক্ষের সাংবাদিক। ” তিনি বলেন, “মিথ্যাকে প্রতিষ্ঠা করেননি বলেই মাহমুদুর রহমানকে আজ অন্যায় অভিযোগে কারাবরণ করতে হচ্ছে। ” প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে দুদু বলেন, “তফসিল ঘোষণার পর দেড়শ’র বেশি মানুষ মারা গেছে। অথচ আপনি বলছেন এ হত্যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

মনে রাখেন, এ হত্যার জন্য আপনারও বিচার করা হবে। ” সংগঠনের সভাপতি প্রকৌশলী আ.ন.হ আক্তার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, শিক্ষক নেতা জাকির হোসেন, চাষী নজরুল ইসলাম, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সৈয়দ আবদাল আহমেদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম প্রমুখ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.