মানুষ মানুষের জন্য..... আর তাই মানুষের সাথেই ছিলাম... আছি... থাকব... আজকে একটি বিষয় শেয়ার করব। জানা আছে কি’না জানি না তবে আপনি যদি মনে করেন, আপনার কম্পিউটারের হার্ডডিস্কের ড্রাইভগুলো Open] করে ড্রাইভে থাকা ফোল্ডারগুলোর পেছনে, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখবেন আপনারই পছন্দের কোন ছবি তবে তা করতে পারেন সহজেই Notepad-এর ছোট্ট একটি প্রোগ্রামের সাহায্যে।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Infotechbd\Background.jpg
এখন, ৫ লাইনের এই প্রোগ্রাম File-টি desktop.ini নামে Save করুন।
Documents-এ Save করতে অসুবিধা হলে, ডেস্কটপেই Save করতে পারেন। কারন, My Documents-এ একই নামে অন্য একটি ফাইল থাকার কথা।
এবারে, আপনি আপনার কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভে (ফোল্ডারে নয়) desktop.ini নামের ফাইলটি Copy করুন এবং একই Drive গুলিতে Infotechbd নামের একটি ফোল্ডার তৈরি করুন।
এখন, আপনি যে ছবি আপনার Drive গুলোর ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে চান তা jpg ফরম্যাটে নিয়ে Background (Extention সহ Background.jpg ) নাম দিয়ে Infotechbd নামের ফোল্ডারে Save করুন।
আপনার Refresh দেয়ার অপেক্ষা মাত্র। রিফ্রেস করার সাথে সাথে আপনি আপনার পছন্দের ছবিটি ড্রাইভের ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পাবেন।
উক্ত ফোল্ডারে যে ছবি রাখবেন, তাই Background ইমেজ হিসেবে Show হবে।
তবে উক্ত ছবিটি আপনার কম্পিউটারের Resolution অনুযায়ী হলে ভাল হয়। (যেমন:1724×768)
আপনার কম্পিউটারে মনিটরের Resolution জানতে হলে Desktop -এর ফাঁকা স্থানে ডান ক্লিক করে Properties –এ গিয়ে Settings ট্যাবে ক্লিক করে বা’দিকের নীচে লক্ষ করুন।
আর হ্যা, হালকা ধরনের ছবি সিলেক্ট করবেন। নয়তো অন্যান্য Folder –এর নাম পড়তে অসুবিধা হতে পারে।
চাইলে ছবি ও Folder-এর নাম পরিবর্তন করতে পারেন।
সেক্ষেত্রে, Notepad Program-এ সংশ্লিষ্ট অংশটুকু পরিবর্তন করতে হবে।
কেমন লাগলো জানাবেন প্লিজ ।
প্রথম প্রকাশিত আমাদের প্রযুক্তি বিষক ব্লগে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।