আমাদের কথা খুঁজে নিন

   

একদম সহজ ভাবে ছাগু চিনবেন কিভাবে? আপনাকে আমি একদম সহজ পন্থা বলে দেই।

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা একদম সহজ ভাবে ছাগু চিনবেন কিভাবে? আপনাকে আমি একদম সহজ পন্থা বলে দেই। রাজাকারের বিচার নিয়ে মিছিল করতে বললে এরা আপানাকে সাগর রুনি হত্যার বিচার, বিশ্বজিৎ হত্যার বিচার আর অনেক কিছুই এখানে টেনে আনবে এবং সেগুলা নিয়েও মিছিল করতে বলবে। । কিন্তু নিজেরা হরতাল দিবে রাজাকার বাঁচানোর দাবীতে, সাগর রুনি হত্যার বিচার, বিশ্বজিৎ হত্যার বিচার দাবী করে একবারও না। যারা শাহাবাগে আন্দলন করতেছে তারা কিন্তু সাগর রুনির হত্যার বিচার চেয়ে ব্লগে,ফেবুতে, বিশ্বজিত হত্তার বিচার চেয়ে ব্লগে, ফেবুতে সরকারে চরম সমালেচনা করেছে।

এই ছাগুরা বা বুদ্ধি প্রতিবন্ধিরা করেনি। সামুতে এখনও ব্যানার আছে সাগর রুনির হত্যার বিচার চেয়ে। তাদের ব্লগ সোনার বাংলাতে আছে? নেই। এই সব বুদ্ধি প্রতিবন্ধীদের আসলে বুঝানো যাবেন না ৭১ এর নৃশংসতা সাথে কোন কিছুর তুলনা চলেনা। এরা এক মুখ দিয়ে বলে আমিও রাজাকারর বিচার চাই আরেকদিকে রাজাকারে বিচার চাইতে গেলে সাগর রুনি হত্যার বিচার করতে হবে।

এই বুদ্ধিপ্রতিবন্ধিরা আসলে ৭১ কি সেটাই জানেনা। তাদের কাছে ৭১ বলতে আসলে কিছু নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.