ফেনীর সোনালী সন্তান, মুক্তিযোদ্ধা ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমীন আহম্মদ চৌধুরী বীর বিক্রম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। আমীন আহম্মদ চৌধুরী ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরীর ছোট ভাই।
তার পৈত্রিক বাড়ি ফুলগাজীর হাসানপুর চৌধুরী বাড়ী। ফেনীর এ সোনালী সন্তানের মৃত্যুতে দৈনিক ফেনীর সময় পরিবার গভীর শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আজিজ আহম্মদ চৌধুরী জানান, আমীন আহম্মদ রাতে নিজের কক্ষে লেখালেখির কাজ করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে টেবিলের ওপর অচেতন অবস্থায় দেখেন।
তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার রাতে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়। তার মৃত্যুর খবর শুনে রাজনীতিবিদ, সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তা, আমলা, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ইউনাইটেড হাসপাতালে ছুটে যান।
মুক্তিযোদ্ধা আমীন আহম্মদ চৌধুরী বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
সামরিক নীতি ও কৌশল নিয়ে তিনি বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন।
গতকাল শনিবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সেনাপ্রধান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ যোহর তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে।
এদিকে ফেনীর কৃতি সন্তান মেজর জেঃ (অবঃ) আমিন আহম্মদ চৌধুরীর ইন্তেকালের খবর পেয়ে রাতেই ইউনাইটেড হাসপাতালে ও গতকাল শনিবার তার বাসায় ও জানাযায় ছুটে যান ঢাকায় অবস্থানরত ফেনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদের মধ্যে সাবেক মন্ত্রী লেঃ কর্ণেল জাফর ইমাম বীরবিক্রম, বিচারপতি কাজী রেজাউল হক, এফসিসিআই’র সাবেক সভাপতি এমএ কাশেম, হোসাফ গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন, জাতীয়পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, অতিরিক্ত সচিব কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, ফেনী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক গনি আহম্মদ প্রমুখ। এর আগে রাতেই স্ব-পরিবারে ঢাকায় ছুটে যান মরহুমের বড় ভাই ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।