বৃহস্পতিবার ভোররাতে রৌমারী-ঢাকা সড়কের কামালপুর এলাকায় একটি প্রাইভেটকার থেকে ওই কর্মকর্তার সঙ্গে আরো দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার সেনা কর্মকর্তা হলেন মেজর ইমতিয়াজ নাসিম। চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত নাসিম ময়মনসিংহের এক চিকিৎসকের ছেলে।
গ্রেপ্তারের পর মেজর নাসিমকে নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে দেয়া হয়েছে বলে বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
গ্রেপ্তার অন্য দুজন মামুন ও আবু সাঈদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।