মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি
বিডিনিউজ ২৪ ডটকমের খবরটি সেনাশাসন প্রত্যাশী অথবা জংলী আধিপত্যপ্রিয়দের পছন্দ হবে নিশ্চয়ই। খবরটি বিডিনিউজের সৌজন্যে আপনাদের খেদমতে পেশ করছি।
ফরিদপুরের মধুখালী উপজেলায় ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক মেজরকে আটকের পর মিলিটারি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃতর নাম শিব্বির আহমেদ বিপু। তিনি চট্টগ্রাম সেনানিবাসের ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেন্টারে (ট্রেনিং ব্যাটালিয়ন) কর্মরত।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা সদরের রেলগেটে রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মেজর বিপুর কাছে তিন বোতল ফেনসিডিল পাওয়া যায়।
মধুখালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১০টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় মেজর বিপুর কাছে তিন বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ ঘটনায় বিপুর বিরুদ্ধে মধুখালী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রাতেই বিষয়টি যশোর ক্যান্টনমেন্টে জানানো হয়। পরে সেখান থেকে মিলিটারি পুলিশ আসলে ভোর ৬টার দিকে মেজর বিপুকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া মধুখালী থানায় মেজর বিপুর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মোহসিনুল।
এর আগে গত জুলাই মাসে সিরাজগঞ্জে ফেনসিডিলসহ সেনাবাহিনীর অপর এক মেজরকে আটক করা হয়েছিলো। ওই ঘটনায় পরে তাকে চাকরিচ্যুত করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।