আমি একজন ছাএ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও গর্বিত ঐতিহ্যের রূপময় ছটায় উদ্ভাসিত সর্বজনীন উত্সবের দিন। আনন্দ-হিল্লোল, উচ্ছ্বাস-উষ্ণতায় বাঙালিরা পালন করেছে এই দিনটিকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুধুমাত্র বাঙালী নয় সকল শ্রেণী পেশার মানুষ এবারের পহেলা বৈশাখ অতি উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালন করেছে। বিগত বিএনপি সরকারের আমলে রমনার বটমূলে যে নৃশংস বোমা হামলা হয়েছিল, তাতে জনমনে এবার একটা আতংক বিরাজ করছিল।
কিন্তু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় সৃষ্টির ফলে অপশক্তি বাজরা এবার আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি। এই দিন শুধু আনন্দ আর আয়োজন, পান্তা আর ইলিশ খাওয়ার ধুম। যুবক যুবতি, তরুন তরুনি, আবাল বৃদ্ধ বনিতার উপস্থিতিতে কালচার প্লাসের বৈশাখি মেলা রুপ নেয় মহাসমাবেশের মত। যতই দিনের আলো প্রখর হতে থাকে জনমানুষের ঢল ক্রমাগত বাড়তে থাকে। রমনা পার্ক এবং ততসংলগ্ন রাস্তাঘাট জন সমুদ্রে পরিণত হয়।
তরুনিদের হলুদ মাখা শাড়ি, শিশু কিশোরদের নববর্ষের আলপনা আকা রং বেরংগের শার্ট, টিশার্ট এবং তরুনদের মাথায় বাংলাদেশের লাল সবুজ পতাকার বেইজ দেখে মনে হয় অন্য জগতে বসবাস করছি। কোন বিশৃঙ্খলা বা অঘটন ছাড়াই এবারের পহেলা বৈশাখ উদযাপিত হল, আর সেটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়, এটা স্বীকার করতেই হবে। এরূপ সুন্দর পরিবেশে বাংলা নববর্ষ পালন করতে পারায় দেশবাসীর পক্ষ থেকে সরকার তথা নিরাপত্তা সংশ্লিষ্ট সবাই সাধুবাদ পাওয়ার যোগ্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।