স্বাগতম!!!
মনোরম অসিয়ত
এক জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
অসিয়ত করে গেছে
তার লাশ যেন রাষ্ট্রিয় মর্যাদায়
কেউ দাফন না করে।
চমত্কার দেশবাসী চমত্কার
একটি বৈসম্যহীন জনপদের আশায়
সাধারণ কৃষক হয়ে ও
তোমাদের সাথে কাধে কাধ রেখে
যুদ্ধে লড়েছিলাম।
শুধূ আসিতেছে সুদিন শুনে শুনে
ছয়ত্রিশটি বছর কাটিয়ে দিলাম।
ক`বছর আগে
যে হাত যুদ্ধ করেছিল ট্রমিগান ধরে
তার ঘরের চাল দিয়ে মুষল ধারে বৃষ্টি পরে
শীতের কুয়াশা ও গলেপরে বিছানার উপরে
সে হাত এখন আর পারেনা
বৃষ্টি আর শিশির বিন্দুর সাথে যুদ্ধ করতে।
এক জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
ফরিয়াদ করে বলে-
বেঁচে থাকতে সারা পরিবার
উপোষ করে করে থাকবো
বিনা চিকিত্সায় ধুঁকে ধুঁকে মরবো
মৃত্যুর পর আমার কবর
সোনা দিয়ে বাঁধলে
আমার কিবা যায় আসে?
বেঁচে থাকতে লেংড়া বলে ভিক্ষা দিবে
মৃত্যুর পর আমার কবর
ফুল আর ফেষ্টুনে ভরে দিয়ে
আমার কিবা যায় আসে?
এক জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
অসিয়ত করে গেছে
তার লাশ যেন রাষ্ট্রিয় মর্যাদায়
কেউ দাফন না করে।
মুনিম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।