সাতছড়ি সিলেট বিভাগের হবিগন্জ জেলার চুনারুঘাট থানায় অবস্থিত। ২০১০ ইং সালের আমরা কয়েকজন বেড়াতে গিয়েছিলাম। আমি,রোজেন,সুমন-১,ফরহাদ,জয়নাল,অসিম,সুমন-২। সেদিন ছিল ঈদের পরের দিন। সকাল ৯টা তে একটা রেস্টুরেন্টে নাস্তা করে মাইক্রোবাসে রওয়ানা দিলাম এবং কিছু স্থানে যাএা বিরতী দিলাম সেহেতু ১০:৩০ মি: পৌছলাম।
যদি ও হবিগন্জ থেকে সাতছড়ি যেতে ৩০-৪০ মিনিট লাগে। (ঢাকা থেকে আসতে চাইলে ২ ভাবে আসতে পারেন যদি ট্রেনে আসেন সকাল ৬:৪০ মি: (পারাবত)কমলাপুর থেকে ছাড়ে সায়েস্তাগন্জে পৌছায় ১০:৩০ মিভাড়া ১২০ টাকা) অথবা বাসে আসলে সায়েদাবাদ হতে সিলেট গামী বাসে আসা যেতে পারে তখন (ভাড়া ২৫০-৩০০ টাকা) । সায়েস্তাগন্জে কয়েক ধরনের সার্ভিস আছে যার মাধ্যমে ২০ মিনিটে সাতছড়ি যেতে পারবেন। কেউ যদি সেদিনই ঢাকা ফিরতে চান বিকেল ৫:৫০ মি: পারাবত ট্রেন আছে অথবা রাত ১:৩০ মি: উপবন ট্রেন আছে,এছাড়া সবসময় বাস সার্ভিস আছে। ) আমরা গাড়ী থেকে নেমে টিকেট কেটে প্রবেশ করলাম।
মনে রাখতে হবে টিকাটের মূল্য ১০-২০ টাকা। যদিও আমাদের ২০টাকা মূল্যের টিকেট কাটতে হয়েছিল কারন আমাদের কারও কাছে তখন স্টুডেন্ট আইডি কার্ড ছিল না। যেহেতু আমরা কয়েকজন ছিলাম সেহেতু দারুন মজা করেছিলাম। সাতছড়ি বনের বৈশিষ্ট্য পাম গাছের সমারোহ। ধীরে ধীরে বনের ভিতর প্রবেশ করলাম সেখানে আরো অনেক পর্যটক দেখলাম।
আরো ভিতরে যখন প্রবেশ করলাম হঠাৎ মনে হল আমরা রাস্তা হারিয়ে ফেলেছি কারন সেখানে আমরা ছাড়া আর কেউ ছিলনা। সামনে এগুতে লাগলাম এবং সবাই একটা করে হাতে লাঠি রাখলাম। বনের ভিতর যতই যাচ্ছি ততই ভালো লাগছে কারন জানা-অজানা গাছ, বিভিন্ন ধরনের পাখী,হাতী এবং বানরের লাফালাফি। এছাড়া নিজেদের খুজে ফেরা। প্রায় ২ ঘন্টা পর রাস্তা খুজে ফেলাম।
বনের ভিতরে যারা ছবি তুলতে চান ছবি তোলার মত অনেক জায়গা আছে। বেলা ২টায় বন থেকে বের হলাম। যেহেতু আমাদের নিজ জেলাতে সাতছড়ি অবস্থিত সেহেতু আমরা খাবার আনা হয়নি। কিন্তু যারা সারা দিনের জন্য আসবেন তারা অব্যশই খাবার নিয়ে আসবেন। আমরা সেখানে হালকা চা-নাস্তা করে রওয়ানা দিলাম।
সাতছড়ির আরেক বৈশিষ্ট্য রাস্তা ২ প্রান্তে চা বাগান। আমরা একটা চা বাগানে কিছুক্ষণ কাটালাম। সূ্র্য্য যখন ডুবতে লাগলো তখন গন্ত্যবের দিকে যাএা দিলাম। আবার সায়েস্তাগন্জে নেমে হালকা নাস্তা করলাম এবং সায়েস্তাগন্জ ত্যগ করলাম । সন্ধ্যা ৬ টায় হবিগন্জে আসলাম।
এরই সাথে শেষ হয়ে গেল এক মজাদার ঈদ ভ্রমন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।