আরও নাড়ু চাই আমাদের সমাজে এখনো এমন কিছু নজির দেখা যায়, যা আমাদের চিন্তার বাইরে।চরম দারিদ্র থেকে আমরা অনেক আগে ই উঠে এসেছি, সরকারি-বেসরকারি তথ্য অনুসারে।কিন্তু তাহলে এই চিত্র কিসের???? এখনে ক্লিক করুন কতটুকু মানসিক ও সামাজিক বিপর্যয়ে থাকলে একটা মানুষ এ কাজটা করতে পারে। কিন্তু এই ঈদ এ আমরা এক একজন চারটা পাঁচটা ড্রেস কিনেছি। একটা নামাজ পরার সময়, একটা সেমাই খাওয়ার সময়, একটা পরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা, একটা পরে নানু বাড়ি অথবা চাচার বাড়ি যাব ভেবে। বিভিন্ন শপিং মল গুলোর দিকে তাকালে বোঝা যায়, আমাদের দারিদ্রের হার কি। রোজার আগে থেকে ই শপিং চলছে, কিন্তু এ শপিং আর শেষ হয় না। সমাজের এক শ্রেণীর অতিরিক্ত ভোগবিলাস আর অন্য শ্রেণীর চরম দারিদ্র,যা আমাদের অসামঞ্জস্য অর্থনীতির চিত্র প্রকাশ করে। এত দূরত্ব এই দুই শ্রেণীর মাঝে যা সামাজিক অনৈক্যর কথা ই বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।