ফাইল শেয়ারিং উইন্ডোজ নেটওয়ার্কে
আমরা অনেকেই উইন্ডোজ নেটওয়ার্ক ব্যবহার করে থাকি । কাজের জন্য এক পিসি থেকে অন্য
পিসিতে ফাইল শেয়ারিং খুবই প্রয়োজনীয় একটি কাজ । কিন্তু অনেক সময় নেটওয়ার্কে এই
অপশনটি বন্ধ থাকে । আর এক্ষেত্রে খুবই উপকারী একটি সফটওয়্যার হচ্ছে । http file server সংক্ষেপে (hfs) ।
এই সফটওয়্যারটি দ্বারা একই নেটওয়ার্কের মধ্যে ফাইল শেয়ার করা যাবে । আর এই জন্য আপনাকে
http://www.rejetto.com/hfs/download ঠিকানা থাকে সফটওয়্যারটি ডাউনলোড করে open করতে হবে । এরপর
control panel-এ গিয়ে Add Fileক্লিক করতে হবে । প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করুন । এবার যে
পিসিতে আপনি ফাইলটি পেতে চান তাতে আপনার পিসির Address টি লিখুন ।
এবার দ্বিতীয় পিসিটিতে
আপনি ফাইলটি নামাতে পারবেন । এর জন্য আপনার পিসিটিও অন থাকতে হবে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।