অহন হগ্গলতেই বড় হইতে চায়। মুখেই খালি কয় যে, ইশশশ ছোটবেলায় যদি ফেরত যাওন যাইতো। কিন্তু উপরওয়ালা যে আমগোরে ছোট বেলায় ফেরত যাওনের রাস্তা দেহাইয়া দিছে, আমরা ওই রাস্তায় অন্ধের মতো হাটি। হাহ হাহ হা। অহন ঈদ/পূজাতে যাগো সামর্থ্য আছে তাগোর মনে হয় নতুন জামা কাপড় না নেওনডা ফ্যাশন হইয়া গেছে রে পাগলা।
সামর্থ্য থাকতেও অনেকেই কয়, কি দরকার ঈদে নতুন জামা কিননের? যার এই জামা কিননেরে সামর্থ্য নাই তারে যদি একখান নতুন জামা দেওন যায়, তাইলে টের পাইবা পাগলা, এইডা কি জিনিষ। ছোটবেলায় এমন সময়ে নতুন জামা পাইলে হেইডার গন্ধও মেলা ভালা লাগতো। আমগো নাকে অহন খালি ডাষ্টবিনের গন্ধ বেশি লাগে। ভালা গন্ধ পাইনা নাকি খুজি না, হেইডা বুঝতে পারতাছি না। চোখের মধ্যে আর ঝিলিক পারে না।
আমরা বুড়া হওনের আগেই মনডারে বুড়া বানাইয়া ফালাইছি। আর চিক্কুর পারি, ইশশশ আবার যদি ছোটবেলায় ফেরত যাইবার পারতা। পাগলারে, সময় থাকতে মনডারে মারিস না, বাচাইয়া রাখ রে পাগলা। , জোয়ান কইরা রাখ। কি রে পাগলা, ছোটবেলায় ফেরত যাবি না? হাহ হাহ হা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।