দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন
ছোটবেলায় ১ বৈশাখের আগে আমরা আম খেতামনা, বলা হতো এর আগে আম খেলে পেট খারাপ হবে। আমাদের পাশের বাড়ীর হিন্দু ধর্মালম্বিগণ এটা পালন করতেন; আমরাও যেতাম, তবে শুধু দর্শক হিসেবে, জানতাম এটা ওদের ধর্মীয় আচার।
এখন দেখছি এটাকে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের অনুষ্ঠান হিসেবে পরিচালণা করা হচ্ছে, হিন্দুগণ এখনো এটাকে তাদের ধর্মীয় আচার হিসেবেই দেখছেন। কিছু অসাম্প্রদায়ী (??) এটাকে সকলের আচার হিসেবে দেখানোর প্রাণান্ত প্রয়াশ চালাচ্ছেন।
আমরা বাঙ্গালী মুসলমান হিসেবে আমাদের নিজস্ব কিছু সংস্কৃতী থাকতেই পারে, তবে তা অবশ্যই আমাদের ধর্মীয় আচার মেনেই করতে হবে। হিন্দুগণ যা তাদের ধর্মীয় আচার হিসেবে পালণ করছেন; সে একই আচারকে মুসলমানদের আচার হিসেবেও প্রতিষ্ঠার প্রয়াশ অন্যের ধর্মীয় বিশ্বাসের প্রতি অশ্রদ্ধা বহন করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।