মুক্তির খোঁজে নিরন্তর ছুটে চলছি অজানার পথে............ সামনেই শুরু হতে যাচ্ছে ভর্তি যুদ্ধ আর এজন্য আমরা সবাই প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি । সবার ই ইচ্ছা থাকে ঢাবিতে চান্স পাওয়া । আমি এখানে বলতে চাই বাণিজ্য অনুষদ নিয়ে। ঢাবিতে "C unit" এ প্রশ্ন করা হয় আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের হিঃবি, বাংলা, ইংরেজি ও business management এই চারটি বিষয়ের উপর। C unit এর ইংরেজিতে ১২ পেতে হয় তানাহলে খাতা বাতিল ।
. আর "D unit" এর প্রশ্ন করা হয় বাংলা্ ইংরেজি ও সাধারণ জ্ঞান এর উপর । কিন্তু ঢাবিতে "C unit" ও "D unit" মিলিয়ে মোট আসন আছে ২৩০০ এর কিছু বেশী । ঢাবিতে শুধু মেধাবিরাই পড়ার সুযোগ পায় । বাদ বাকি সবাই জাবি , জবি ও রাবি এর জন্য চেষ্টা করে । রাবিতে কোন ঝামেলা না থাকলেও ঝামেলা জবি ও জাবি নিয়ে ।
আর এখানেই যত বিপত্তি । এই ২ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা ভাবে Mathematics করতে হয় আর এটি করা হয় আবার ইংরেজিতে। যেখানে আমাদের অনেক ছাত্ররাই ইংরেজিতে দুর্বল , অঙ্কের কথা বাদ ই দিলাম। সাথে তো চারটি বিষয় থাকছেই । সাথে থাকছে মাইনাচ মারকিং ।
আমার মনে হয় ঢাবির চেয়ে জবি ও জাবিতে চান্স পওয়া বেশী কষ্টকর । আরে ভাই যেখানে ঢাবিতে আলদাভাবে অন্য কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়না সেখানে আপনাদের এতো বাড়াবাড়ির কি দরকার আছে??????? পোলাপাইনের মাথা খারাপ করার জন্য আপনারা উঠে পরে লাগছেন কেন ????? যেই ধরনের অঙ্ক দেয়া হয় তা সমাধান করা কি এক মিনিটে সমবভ???? ৬০ মিনিটে ১০০টা প্রশ্নের উত্তর দেবার জন্য কতটা sharp memory থাকা দরকার জানেন আপনারা ????? তারপর আবার scientific calculator ইউস করতে দিবেন না , কি ভাবেন আপনারা ?? পাগল হয়ে যাবো আপনাদের নির্যাতনে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।