জীবন যেখানে চমকে দাড়ায়...................
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে নতুন শিক্ষার্থী তোলাকে কেন্দ্র করে আবার উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় বুধবার মামুন শেখ নামে সমাজকল্যাণের এক শিক্ষার্থীকে মারধর করেছে বরিশাল গ্র“পের ছাত্রলীগ কর্মীরা।
আহত মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হয়েছেন।
মামুন সাংবাদিকদের বলেন, দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মহসিন উদ্দিন কাননের ইন্ধনে ইংরেজি বিভাগের রেজোয়ান আমার উপর অতর্কিত হামলা করে। তারা কয়েকদিন থেকে রুম থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলো।
মামুন জানায়, তার সম্মান চূড়ান্ত পরীক্ষা চলছে। বৃহস্পতিবার তার ৪০৫ নং কোর্সের পরীক্ষা।
ছাত্রলীগের সহ-সভাপতি রেজা সিকান্দার বলেন, হলে ছাত্রদল ও শিবিরের ইন্ধনে বরিশাল গ্র“প আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তারা এরই মধ্যে ১০১, ১১১, ৩০৪, ৫০৫ প্রভৃতি রুমে তাদের গ্র“পের কর্মীদেরকে জোর করে তুলে দিচ্ছে। এটা নিয়ে হলে উত্তেজনা বিরাজ করছে।
তবে বরিশাল গ্র“পের শীর্ষনেতা ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মহসিন উদ্দিন কানন বলেন, মামুন ও রেজোয়ান পরস্পর বন্ধু। তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। এটা কোনভাবেই মারামারি নয়।
তবে বিভিন্ন রুমে নতুন শিক্ষার্থী তুলে দেয়ার ঘটনা স্বীকার করে তিনি বলেন, হল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালন না করায় এ কাজ আমরা করছি।
তিনি প্রতিপক্ষ গ্র“পের বিরুদ্ধে ছাত্রদল ও শিবিরের ইন্ধনের পাল্টা অভিযোগ করেন।
গত ২ ফেব্র“য়ারি রাতের প্রথম প্রহরে হলে নতুন শিক্ষার্থী উঠানোকে কেন্দ্র করে ছাত্রলীগের তৎকালীন হল সভাপতি সাইদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান মোল্লার সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়ে ৩ ফেব্র“য়ারি আবু বকর নামে এক শিক্ষার্থী নিহত হয়। এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি হল কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দ ও হলের পদ প্রত্যাশীরা হলটি নিয়ন্ত্রন করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।