আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির চার শিক্ষার্থী গ্রেপ্তার



হিযবুত তাহরীরের ছাত্র সংগঠন ছাত্রমুক্তির চার কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার দিবাগত রাত ২টার দিকে মাস্টার দা সূর্য সেন হল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কক্ষ থেকে বেশ কিছু ইসলামী জিহাদী বই উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন� বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স দ্বিতীয় বর্ষের ছাত্র রকিবুল ইসলাম পরশ, তৃতীয় বর্ষের নয়ন ও আব্দুল হাই রাজু এবং একাউন্টিং তৃতীয় বর্ষের মোহসিন হোসেন। পরশ ১৫৪, নয়ন ১০৬, রাজু ২৫১ এবং মোহসিন ৬০৭ নং কক্ষে থাকতেন।

তাদেরকে যার যার কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার দিনের বিভিন্ন সময়ে ক্যাম্পাসে হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তিনি বলেন, রাজু সূর্য সেন হলের এক শিক্ষার্থীকেও প্রচারপত্র দেয়। ওই শিক্ষার্থী হলে ফিরে ছাত্রদের জানালে তারা আমাকে জানায়। এরপর রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে রাজুকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করে। নিষিদ্ধ এ ইসলামী সংগঠনটির কার্যক্রম অন্যান্য হলেও থাকতে পারে� এমন আশঙ্কা ব্যক্ত করে প্রক্টর সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযার্চের সঙ্গে কথা বলে আবাসিক শিক্ষকদের নিয়ে শিগগির বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। " হিযবুত তাহরীরের বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মহিউদ্দন আহমেদকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বছর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করার পর মহিউদ্দীনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

----------------বিডিনিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.