আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির 'ক' ইউনিটের ফল বুধবার

সব সময় সত্য বলার চেষ্টা করি। স্বচ্চতা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ফলাফল বুধবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক। মঙ্গলবার রাতে ভিসি বলেন, পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। তবে রেজাল্টে স্বচ্চতা নিশ্চিত করার জন্য আবারো রিভিউ করা হবে। তাই আজ ফলাফল প্রকাশ করা হবে না।

তবে 'ক' ইউনিটের পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. সাহিদা রফিক জাস্ট নিউজকে দুপুওে বলেছেন, রেজাল্ট প্রকাশের প্রক্রিয়ার সন্ধার মধ্যেই শেষ হবে। এবং আজই ফলাফল প্রকাশ করা হবে। এরপর ভিসি অনুমোদন করার পরই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষনা করা হবে বলে। তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো ভুল ওএমআর সিট ফেলে দিলে পরীক্ষার পরের দিন শনিবারই ফল প্রকাশ সম্ভব হতো। তবে মানবিক দিন বিবেচনা যারা পরীক্ষা মূল্যায়ন পত্রে ভুল করেছে সেগুলো সংশোধন করে ফল প্রকাশ করার বিলম্ব হচ্ছে।

গত শুক্রবার 'ক' ইউনিটের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৭৭ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ৬৫ হাজার ৫২৩ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করে। প্রতিটি আসনের বিপরীতে ৩৭ জন প্রতিযোগীতা করে। উল্লেখ্য, গতবছর ভর্তি পরীক্ষা ও পরীক্ষার ফলাফল নিয়ে অনেক বিতর্ক হওয়ার এবছর কর্তৃপক্ষ বারবার রিভিউ করে রেজাল্ট প্রকাশ করছে। যাতে ফলাফলে কোন ধরনের সমস্যা না হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.