আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি নিজেকে "মুই কি হনু ভাবেন" না ভাবলে চলে আসুন।

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন © যারা দেশের কাগজে লিখেন অথবা সাহিত্যাংগনে মোটামুটি কিছুটা লিখালিখি করেন- তাদেরকে দেখি মাঝে মাঝে ব্লগেও পোস্ট করেন। কিন্তু উনারা সবসময় "মুই কি হনুরে" এই টাইপের একটা ভাব নিয়ে সাধারণ ব্লগার থেকে একটা তফাত রেখে চলেন। উনাদের হামবড়া ভাবের দুটি নমুনাঃ ১) পোস্ট দিবেন, কিন্তু সেই পোস্ট কেউ কমেন্ট করলে জবাব দেওয়ার আর উনাদের টাইম নাই। উনাদের ভাব, আমি এত বড় লেখক - তোমাদের কমেন্টের জবাব দিবো......কি শখ !!!!!! ২) উনারা সহজেই কারো পোস্টে কমেন্ট করেননা। ইস করলে যদি নিজের উঁচু জাতে নোংরা লেগে যায়।

ব্লগের বিশিষ্ট এক মডারেটরেরও ইদানিং এই মহতগুনটা লক্ষ করা যাচ্ছে। ভাবটা এমন- মুই এতো বড় হনু,, যার তার পোস্টে কমেন্টাবো । কমেন্টালে আমিও একি কাতারে চলে আসবো না। না হলে আমি কুলীন হলাম কেমনে? এই পোস্টে আপনারা ব্যাপক হারে আলোচনা করুন। জাত যাবেনা, গ্যারান্টিড।

জাত ধুঁয়ে কি পানি খাবেন? আর নিজেকে হনু মনে করলে টাটা, বা.....বাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.