আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে খুন করার আগে ও পরে

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

স্নিগ্ধ ভোরভাঙা প্রথম সূর্যালোকে সকালে প্রিয় নাস্তার টেবিলে আমি যুদ্ধের বিপক্ষে ছিলাম। দুপুরের কর্মব্যস্ত সতর্কিত মুহূর্তে বিকেলের চায়ের কাপ হাতে আমি যুদ্ধের বিপক্ষে ছিলাম। সন্ধ্যায় ঘরে ফেরার ব্যাকুলতায় মধ্যরাতে বিশ্বস্ত লেখার টেবিলে আমি যুদ্ধের বিপক্ষে ছিলাম। সঙ্গমে, সন্তরণে- বৃষ্টি ও ঝড়রৌদ্রে নিজেকে খুন করার আগে ও পরে আমি যুদ্ধের বিপক্ষে ছিলাম। আমি আমার মাকে বলেছি, আমার বাবাকেও বলেছি যুদ্ধে কোন মীমাংসা নেই। আমি আমার বোনকে বলেছি, আমার ভাইকেও বলেছি যুদ্ধে কোন মীমাংসা নেই। আমি আমার প্রেমকে বলেছি আমার প্রত্যাখানকেও বলেছি যুদ্ধে কোন মীমাংসা নেই। আমি আমার কাজের ছেলেকে বলেছি, আমার কাজের মেয়েকেও বলেছি- যুদ্ধে কোন মীমাংসা নেই। কিন্তু ওরা বলছে না- বলবেও না কখনও হৃদয় উৎসারিত আমার এই শব্দমালা; কারণ, যুদ্ধ না হলে ওদের জন্মই হতো না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.