দেশটা আমাদের। এর জন্য ভাল কিছু করতে হলে আমাদেরই করতে হবে। Mail:rabiul@gmail.com ঘটনাটা আব্বার মুখ থেকে শোনা। ১৯৬৫ সালের কথা হবে। আমার বাবা সদ্য গ্রাম থেকে ঢাকাতে আগমন করেছেন চাকুরী খোজার জন্য।
তখন ঢাকা শহরের সবচাইতে বড় ও উচু বিল্ডিং হল ওয়াপদা ভবন, মতিঝিল। ৬ তলা। সেটা আজো ৬ তলাই আছে। আমার আব্বা সহ কয়েক জন গ্রাম থেকে আসা ভদ্রলোক ভবন টা দেখতে গেলেন। ভবনটা দেখে সবাই অবাক।
এত বড় ভবন কোন দিনই দেখেননি। ভবনটা তৈরীর ঠিকাদার ছিলেন মরহুম জহিরুল ইসলাম। আব্বারা ভবন দেখে চিন্তা করছিলেন এত বড় ভবন রং করা হয় কিভাবে?আব্বাদের ভিতর একজন বলে উঠলেন জীন দিয়ে এই সব বিল্ডীং তৈরি করা হয় এবং রং করা হয়। অন্যজন সেটা মানলেন না। শুরু হল নিযেদের ভিতর ঝগড়া।
ভবন থেকে একজন তখন বেরিয়ে এসে উনাদের কথা শুনলেন। উনাকে তখন জিজ্ঞাসা করা হল ভাইজান বিল্ডিংটা রং করে কিভাবে?উনি বিষয়টা শুনে উনি যেটা বল্লেন সেটা হলো পুরো বিল্ডিং কে অনেক শ্রমিক মিলে প্রথমে শোয়ানো হয় তার পর সবাই মিলে রং করে। একইভাবে উল্টানো হয়। তখন আরো বেশী শ্রমিক লাগে। কারন একদল শ্রমিক তখন পুরো বিল্ডিংটা মাটি থেকে উপরে ধরে রাখে যাতে নিচের রং করা অংশে ময়লা না লাগে।
তারপর রং শেষে সবাই মিলে বিল্ডিংটা উঠিয়ে দেয়। আব্বারা সেটাই বিশাষ করে চলে আসলেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।