নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন আজকে অনেক দিন পর ফার্মগেট থেকে আসাদগেট হেটে আসছিলাম। ঠান্ডা বাতাসে হেটে আসতে ভালোই লাগছিল ।
হঠাৎ সামনে থেকে একজন মহিলা বোরকা পরা সামনে এসে দাড়িয়ে আচমকা বলে উঠল ভাইজান, কয়টা টাহা দ্যান বাচ্চাডারে কিছু খাওয়ামু । কোলে একটা বাচ্চা সম্ববত ঘুমন্ত । প্রথমে ঘাবড়ে গেছিলাম।
পরে পাশ কাটিয়ে চলে এলাম ।
ঢাকা শহরে বেশ কয় বছর ধরে নতুন এই সিষ্টেমে ভিক্ষাবৃত্তি চলছে । প্রতিদিনের জন্য একটা বাচ্চাকে ভাড়া করে নিয়ে আসে এরা । বাচ্চার বাবা-মাকে এজন্য ২০-৫০ টাকা দেয় । বাচ্চাটাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে সারাদিন ঘুম পাড়িয়ে রাখে আর যদি এভাবে না হয় অনেক সময় বাচ্চাটাকে চুরি করে এনে শারীরিক নির্যাতনের মাধ্যমে বিকলাঙ্গ বা প্রতিবন্ধি বানিয়ে বসিয়ে দেয়।
তারপর শুরু হয় এদের ব্যবসা। এখানে ওখানে ঘুরে নানারকম গল্প বানায়। আর মানুষের থেকে টাকা আদায় করে। বেশির ভাগে এই ধরনের লোকজন গল্প ফাদে তার স্বামী মারা গেছে বাচ্চাটাকে কিছু খাওয়াতে পারছে না । পুরুষ মানুষ হলে গ্রাম থেকে এসেছে যাবার টাকা ফেরত যাবার টাকা নেই।
এদের পেছনে থাকে বিশাল সিন্ডিকেট, আপনি ভিক্ষা না দিয়ে কিছু বলতে যাবেন । দেখবেন আশে পাশে এদের চার পাচ জন ঝুটে গেছে ।
তাই সাবধান । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।