আমাদের কথা খুঁজে নিন

   

ভাইজান, ইদুর থেকে আমারে বাঁচান!

একটি ফ্লাটবাড়ির নিচতলায় থাকি প্রায় দেড় বছর ধরে। শুরু থেকেই ইদুরেরউৎপাত ছিলো। খাবার খেয়ে ফেলে, কম্পিউটারের তার বেয়ে ঘুরে বেড়িয়ে আমাদের সার্কাস দেখায়, সোফার কভার খেয়ে ফেলে, ইত্যাদি, ইত্যাদি এবং ইত্যাদি। ইদুর মারার ঔষধ ব্যবহার করেছিলাম, একরাতে ৭টি মরেছিলো। এখন তারা স্মার্ট হয়ে গেছে, ঔষধের ওপর দিয়ে হেঁটে যায় কিন্তু খায় না। এখন আমাদের দুই রুমের বাসায় কমপক্ষে ১৫টি ইদুর আছে, বুঝেন অবস্থা! ইদুর মারার কল কিনেছিলাম, কিন্তু কাজ করে নি। অনেকে গাম-ট্র্যাপ এর কথা বলছেন। প্লিজ, আপনারা কেউ সাহায্য করেন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।