সেদিন নেদারল্যান্ডের পক্ষে পরিসংখ্যাগত একটা প্রেডিকশন করেছিলাম । আজ নেদারল্যান্ডের ব্রাজিলের সাথে খেলা দেখে মাঝে মাঝেই হাসি পাচ্ছে ।
ব্রাজিলের পেনাল্টিবক্সে মাঝে মাঝে বল নিয়ে নেদারল্যান্ডের খেলোয়াড়েরা এমন ভাবে দাঁড়িয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এরপর কি করতে হবে সেই লেসন তাদের দেয়াই হয়নি। মনে হচ্ছে তারা কারো আসার অপেক্ষায় আছে।
তাদের এভাবে দাঁড়ানো দেখে বেশ ক'দিন টিভিতে প্রচারিত একটা এ্যাড মনে পড়ল।
গোলে শট নেবে নেবে ভাব করে একজন খেলোয়াড় দাঁড়িয়ে আছে। সে ইতিমধ্যে গোলকীপারকেও পরাজিত করেছে। কিন্তু সে গোল দিচ্ছেনা কারণ চিত্র সাংবাদিক তখনো পৌঁছায়নি । সে পথে জ্যামে আটকানো। এখন তার অপেক্ষায় প্লেয়ার, গোলকীপার সবাই স্টিল হয়ে গেছে.কখন সে আসবে, ক্যামেরা রেডী করবে, তারপর প্লয়ার বলটা জালে ঠেলে দেবে .. অনেক্ষন পরে শুয়ে থাকে থেকে শেষে গোলকীপার অধৈর্য্য হয়ে খেলোয়াড়কে বলছে, " ভাইজান, গোলটা কি দিবেন?""
এইটাই হল লাতিন আমেরিকা বনাম ইউরোপিয়ান ফুটবল দেখার জ্বালা।
শর্টপাস ভার্সেস লং পাস এ খেলার ছন্দই হারিয়ে যায় মাঝে মাঝে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।